কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ-ডেপুটেশন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে লাগাতার আন্দোলনের ফল…
কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকদের বিক্ষোভ-ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে লাগাতার আন্দোলনের ফলে গত তিন মাস পূর্বে হোসিয়ারী শ্রমিকদের এক বছরের ন্যূনতম মজুরী অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরীবৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর এক বছরের মজুরীবৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সে সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। অথচ আর এক মাস পরেই দুর্গাপুজো। অবিলম্বে ওই মজুরীবৃদ্ধি কার্যকর সহ অন্ততঃ ১৫ শতাংশ হারে আসন্ন পূজা বোনাস সহ ৭ দফা দাবীতে আজ ২৬ আগষ্ট কোলাঘাট বিডিও এবং শ্রম দপ্তর অফিসে হোসিয়ারী শ্রমিকরা বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হন। শ্রম দপ্তরের ন্যূনতম মজুরী পরিদর্শক সৌম্য মুখার্জী ডেপুটেশনের স্মারকলিপি গ্রহণ করেন। ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়কের নেতৃত্বে ৭ জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে নেতৃত্ব দেন। শ্রম আধিকারিক শ্রম আইন অনুসারে অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে প্রতিনিধিদলকে জানান। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি মধুসূদন বেরা,সহকারী সভাপতি নেপাল বাগ,যুগ্ম সম্পাদক নব শাসমল প্রমুখ। স্মারকলিপি পাঠ করেন ইউনিয়নের অপর জেলা যুগ্ম সম্পাদক তপন কুমার আদক। হোসিয়ারী শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানস সিনহা। বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ পুজোর পূর্বেই উপরোক্ত দাবীগুলি পূরণে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে ঘোষণা করেন।
No comments