Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলাশাসক ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এবং ও.সি.'র নিকট গনস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ

কোলাঘাট ব্লকের বরদাবাড় ও জিঞাদা বাজার মধ্যবর্তী শ্রীধরবসান মৌজায় মুম্বাই রোড পার্শ্ববর্তী স্থানে সরকারী মদ দোকানের লাইসেন্স দেওয়ার উদ্যোগ!প্রতিবাদে স্থানীয়দের জেলাশাসক ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এবং ও.সি.'র নিকট গনস্ব…

 



কোলাঘাট ব্লকের বরদাবাড় ও জিঞাদা বাজার মধ্যবর্তী শ্রীধরবসান মৌজায় মুম্বাই রোড পার্শ্ববর্তী স্থানে সরকারী মদ দোকানের লাইসেন্স দেওয়ার উদ্যোগ!

প্রতিবাদে স্থানীয়দের জেলাশাসক ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এবং ও.সি.'র নিকট গনস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বরদাবাড় ও জিঞাদা বাজারের মধ্যবর্তী সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের শ্রীধরবসান মৌজায় মুম্বাই রোড পার্শ্ববর্তী স্থানে নূতন করে সরকারী মদ দোকানের লাইসেন্স দেওয়ার উদ্যোগের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির পক্ষ থেকে জেলা শাসক ও আবগারী দপ্তরের সুপারিনটেনডেন্ট এবং কোলাঘাট সার্কেলের ও. সি.'র নিকট স্থানীয় মানুষজনদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। স্থানীয় আবগারি দপ্তরের কোলাঘাট সার্কেলে ও.সি. রাহুল দাসকে ডেপুটেশনও দেওয়া হয়। 

             কমিটির আহ্বায়ক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,১৬ নম্বর জাতীয় সড়কের মুম্বাই রোড পার্শ্বস্থ শ্রীধরবসান এলাকায় একজনকে ওই দোকানের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে আবগারি দপ্তর,অথচ পাশেই ঘনবসতিপূর্ণ পাড়া রয়েছে। স্থানীয় শ্রীধরবসান,উত্তর জিঞাদা,দেউলবাড় এলাকার বাসিন্দারা প্রশাসনকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেছেন, কোনভাবেই ওই স্থানে সরকারিভাবে মদের দোকান খুলতে দেওয়া যাবে না। এমনিতেই ওই স্থান এলাকায় গত কয়েক বছরে খুন-ছিনতাই-বেআইনি তেল কাটিং-নামি দামি জিনিসপত্র পাচার সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটছে। তার উপর ওই জায়গায় নূতন করে মদ দোকান খোলা হলে আরো ওই ধরনের উৎপাত বাড়বে। সেজন্যে এলাকার সর্বস্তরের মানুষজনদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হল। এতৎসত্বেও দপ্তর ওই উদ্যোগ থেকে বিরত না হলে কমিটি সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে যুক্ত করে আন্দোলনে নামতে বাধ্য হবে। 



No comments