আজাদ হিন্দ নগরে পূরীর আদলে উল্টো রথের সূচনা।শিল্প শহর হলদিয়া নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দ নগর। বিরাজ করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই রথ আজাদ হিন্দ নগরের পরিবারের রথ নামে পরিচিত। জগন্নাথ বলরাম সুভদ্রা প্রত…
আজাদ হিন্দ নগরে পূরীর আদলে উল্টো রথের সূচনা।
শিল্প শহর হলদিয়া নগর উন্নয়নের সাথে গড়ে উঠেছে হলদিয়া আজাদ হিন্দ নগর। বিরাজ করছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই রথ আজাদ হিন্দ নগরের পরিবারের রথ নামে পরিচিত। জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিষ্ঠিত করেছিলেন পুরীর থেকে আগত সাতজন ব্রাহ্মণ দ্বারা নারায়ণ শিলার উপর অধিষ্ঠিত হয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রায় পাঁচ দিন ধরে মহাযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিষ্ঠিত হয়েছেন ২০২৩ সালে ৩০ শে মে এই মন্দিরে প্রতিষ্টিত হয়েছেন জগন্নাথ। জগন্নাথ বলরাম সুভদ্রা, আগে ওই এলাকার বিশিষ্ট অমিত মুখার্জির বাড়িতেই থাকতেন। আজাদ হিন্দ নগরের মা ভবতারিণী মন্দিরের পাশাপাশি জগন্নাথ বলরাম সুভদ্রা কে রাখা হয়েছে। আজ এক সপ্তাহ পরে নিজ গৃহে যাওয়ার জন্য মাসির বাড়ি থেকে রওনা দিলেন। থেকে বিরাজ করবে রত্ন সিংহাসনে জগন্নাথ বলরাম সুভদ্রা, কথিত আছে যারা মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করতে পারেন না তাদের জন্যই প্রভু নিজেই দর্শনের দেওয়ার জন্যই এই রাজপথে বেরিয়েছিলেন। এবং এক সপ্তাহ পরে মাসির বাড়ি থেকে পুনরায় তিনি ফিরেন। মন্দির সূত্রে জানা যায়, এক সপ্তাহ ধরে ভোগ প্রসাদ প্রভুকে নিবেদন করা হয়। বহু ভক্ত প্রভুর প্রসাদ গ্রহণ করেন। জানালেন মন্দিরের সেবাইত সদস্য ও সদস্যা মৌ মুখার্জী, সুকর্ণ কান্তি দাস, দেবপ্রসাদ ফধিকার এবং গোপাল প্রসাদ দত্ত প্রমূখ।
No comments