সমস্ত শ্রেণীর বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার,লাগানো স্মার্ট মিটার খুলে নিয়ে ডিজিটাল মিটার লাগানো সহ গ্রাহকদের বিভিন্ন দাবীতে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর ও মেছেদায় বিদ্যুৎ …
সমস্ত শ্রেণীর বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার,লাগানো স্মার্ট মিটার খুলে নিয়ে ডিজিটাল মিটার লাগানো সহ গ্রাহকদের বিভিন্ন দাবীতে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর ও মেছেদায় বিদ্যুৎ গ্রাহকদের গন স্বাক্ষর সংগ্রহ ও প্রচার সভা এবং নোনাকুড়িতে কনভেনশন!
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: অবশেষে বিদ্যুৎ গ্রাহকদের লাগাতর আন্দোলনের চাপে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর গৃহস্থ গ্রাহকের বাড়িতে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানো থেকে বিরত থাকবে বলে যে ঘোষণা করেছেন,সেই ঘোষণাকে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন "অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন"(অ্যাবেকা) তাদের নেতৃত্বে গড়ে ওঠা বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের 'আংশিক জয়' বলে অভিহিত করেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কর্তৃক সমস্ত শ্রেণীর বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর নির্দেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার,লাগানো স্মার্ট মিটার খুলে নিয়ে ডিজিটাল মিটার লাগানো সহ গ্রাহকদের বিভিন্ন দাবীতে আজ ৬ ই জুলাই 'অ্যাবেকা'র গৌরাঙ্গপুর কাস্টমার কেয়ার সেন্টার কমিটির পক্ষ থেকে পাঁশকুড়ার পুরুষোত্তমপুর ও মেচেদায় বিদ্যুৎ গ্রাহকদের গন স্বাক্ষর সংগ্রহ ও প্রচার সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সম্পাদক শংকর মালাকার,কমিটির নেতৃত্ব সুব্রত গুছাইত,অনুকূল মাইতি,গৌতম সামন্ত প্রমূখ।
প্রচার সভায় নারায়নবাবু ও শংকরবাবু বলেন,উপরোক্ত দাবীতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীকে লক্ষ লক্ষ বিদ্যুৎ গ্রাহকদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে আগামী ২ রা সেপ্টেম্বর কলকাতার গণডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই প্রস্তুতিতে আজকের এই গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচার সভার আয়োজন।
অন্যদিকে ওই একই দাবিতে শহীদ মাতঙ্গিনী কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত নোনাকুড়ি নজরুল মঞ্চে এক বিদ্যুৎ গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে মূল বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস। কনভেনশন থেকে অ্যাবেকার শহীদ মাতঙ্গিনী কাস্টমার কেয়ার সেন্টার গঠিত হয়।
No comments