Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বর্গপথে পাড়ি দিলেন - শ্রীকান্ত

স্বর্গপথে পাড়ি দিলেন - শ্রীকান্তস্ট্রোক হয়ে স্বর্গপথে পাঠিয়ে দিলেন শ্রীকান্ত চক্রবর্তী ৫ ই জুলাই শনিবার বেলা একটা ১৫ মিনিটে ইহলোক থেকে পরলোকে গমন করলেন শ্রীকান্ত চক্রবর্তী বয়স ৭০ পিতা মৃত গঙ্গাধর চক্রবর্তী বর্তমানে এক কন্যা প…

 




স্বর্গপথে পাড়ি দিলেন - শ্রীকান্ত

স্ট্রোক হয়ে স্বর্গপথে পাঠিয়ে দিলেন শ্রীকান্ত চক্রবর্তী ৫ ই জুলাই শনিবার বেলা একটা ১৫ মিনিটে ইহলোক থেকে পরলোকে গমন করলেন শ্রীকান্ত চক্রবর্তী বয়স ৭০ পিতা মৃত গঙ্গাধর চক্রবর্তী বর্তমানে এক কন্যা পুত্র নিয়ে বসবাস করতেন। স্ত্রী সবিতা চক্রবর্তী এক কন্যা রিঙ্কু চক্রবর্তী পুত্র রাজু চক্রবর্তী। তার নিথর দেহ নিয়ে তার  শুভানুধ্যায়ী মানুষজন কলিকাতা  কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করলেন । তার বিদেহী আত্মা চিরশান্তি কামনা এবং মৃত পরিবারের সকলকে সমবেদনা জানাই।।


No comments