ময়নাতে ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন!
ময়নাতে ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ সমারোহে পালিত হয়। সেই সাথে সাথে সবুজের হাসি নামে একটি পুস্তিকা উদ্বোধন হয়। ভিডিও দেখতে ক্লিক করুন https://…
ময়নাতে ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন!
ময়নাতে ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার উদ্যোগে অরণ্য সপ্তাহ সমারোহে পালিত হয়। সেই সাথে সাথে সবুজের হাসি নামে একটি পুস্তিকা উদ্বোধন হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/24WZChf2YJ8
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় বিষ্ণু সিং মাহাতো, চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক অনন্ত কুমার ঘোড়াই ,বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র, ধ্রুব আশালতা স্মৃতি সংস্থার কর্ণধার রবীন্দ্রনাথ ভৌমিক , বিশ্বনাথ মাঝি ,শিক্ষক শ্যামল কুমার জানা , শিল্পী মীনাক্ষী অধিকারী প্রমূখ। সংস্থার কর্ণধার রবীন্দ্রনাথ ভৌমিক বলেন আমরা পেয়ারা জামরুল করে প্রায় একশো টি চারা গাছ বিতরণ করা হয়।মানুষকে গাছ লাগানোর জন্য উৎসাহিত করি। সবাই আনন্দের সাথে চারাগাছ গুলো বাড়ি নিয়ে যায় এবং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে।। এসআই বিষ্ণু বাবু বলেন এধরনের কাজে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা উচিত। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন বিশ্ব উষ্ণায়ন রোধে জীববৈচিত্র্য রোধে আরও বেশি করে বৃক্ষরোপণ করা উচিত। সভাপতি বুলু ভৌমিক বলেন স্থানীয় মানুষ সবুজায়নে দারুন ভাবে সাড়া দিয়েছেন।
No comments