মহিলাদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন!
জন শিক্ষণ সংস্থান দ্বারা পরিচালিত টেলারিং প্রশিক্ষণ শিবির রঘুনাথপুর জুনিয়র হাইস্কুলে। উপস্থিত ছিলেন Director সুকান্ত বন্দ্যোপাধ্যায় ,Asst. programme Director উদয় শঙ্কর মন্ডল, ট্রেনার মৌসুমি …
মহিলাদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন!
জন শিক্ষণ সংস্থান দ্বারা পরিচালিত টেলারিং প্রশিক্ষণ শিবির রঘুনাথপুর জুনিয়র হাইস্কুলে। উপস্থিত ছিলেন Director সুকান্ত বন্দ্যোপাধ্যায় ,Asst. programme Director উদয় শঙ্কর মন্ডল, ট্রেনার মৌসুমি প্রামাণিক ব্যানার্জি, সহায়ক মীনাক্ষী মাইতি প্রমুখ। সালমা বিবি, মুনমুন ভট্টাচার্য, জাইতুন নেশা খাতুন প্রমুখ শিক্ষার্থী প্রায় ২৫ জন। আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু সিট সীমিত থাকায় সবাইকে সুযোগ দেওয়া যায় নি।। গত বছর এমব্রয়ডারি প্রশিক্ষণ শিবির হয়েছিল। এই নিয়ে পরপর তিন বছর ধরে হচ্ছে। গ্রামীণ মহিলাদের উৎসাহ খুব। ওদের স্বাবলম্বী করাই একমাত্র উদ্দেশ্য।
No comments