পূর্ণ তিথি? না কি পূণ্য তিথি? সঠিক নিয়ে আলোচনা!
বিশেষ সংবাদদাতা দীঘা; দীঘার কালচারাল সেন্টার তথা জগন্নাথ মন্দিরে ঢুকতেই চোখে পড়ল এক বিরাট ফলক। মন্দির উদ্বোধনের দিন ক্ষণ লেখা, সঙ্গে মুখ্যমন্ত্রীর নাম। কিন্তু চোখ আটকে গেল এক জ্বলজ…
পূর্ণ তিথি? না কি পূণ্য তিথি? সঠিক নিয়ে আলোচনা!
বিশেষ সংবাদদাতা দীঘা; দীঘার কালচারাল সেন্টার তথা জগন্নাথ মন্দিরে ঢুকতেই চোখে পড়ল এক বিরাট ফলক। মন্দির উদ্বোধনের দিন ক্ষণ লেখা, সঙ্গে মুখ্যমন্ত্রীর নাম। কিন্তু চোখ আটকে গেল এক জ্বলজ্বলে ভুলে— "অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে"! সংস্কৃতির মন্দিরে ভাষার এই রকম অপমান সত্যিই দুর্ভাগ্যজনক।
“পূর্ণ তিথি” বলে তো কিছু নেই! শুদ্ধ শব্দ "পূণ্য তিথি"—তা না লিখে এমন ভুল ফলকে খোদাই করা মানেই, যত না ভক্তি তার চেয়েও বেশি অবহেলা। আর এরপর যখন শুনি—রথের রশিতে পা, রথ আটকে যাচ্ছে, নারকেল ফাটছে না, বজ্রপাতে ধ্বজ পুড়ছে—তখন মনে হয়, ভুলে শুরু হলে ফল খুব ভালো হয় না। ভুলটা শুধরান, ভাষাটাকে সম্মান দিন। নচেৎ দেবতা নয়, মানুষই মুখ ফিরিয়ে নেবে।
No comments