Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) কন্যাশ্রী ক্লাব "ঊষা কিরণ কন্যাশ্রী ক্লাব" উদ্যোগে নাটক!

ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুলের  (উচ্চ মাধ্যমিক)  কন্যাশ্রী ক্লাব "ঊষা কিরণ কন্যাশ্রী ক্লাব"  উদ্যোগে নাটক!
 ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুলের  (উচ্চ মাধ্যমিক)  কন্যাশ্রী ক্লাব "ঊষা কিরণ কন্যাশ্রী ক্লাব" সা…

 



ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুলের  (উচ্চ মাধ্যমিক)  কন্যাশ্রী ক্লাব "ঊষা কিরণ কন্যাশ্রী ক্লাব"  উদ্যোগে নাটক!


 ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুলের  (উচ্চ মাধ্যমিক)  কন্যাশ্রী ক্লাব "ঊষা কিরণ কন্যাশ্রী ক্লাব" সারাবছর বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করার কাজ করে চলেছে। স্বল্প সময়ের মধ্যে সহ শিক্ষিকা অনন্যা সাহা ব্যানার্জী ম্যাডামের লেখা ও পরিচালনায় আজকে স্থানীয় গ্ৰাম, বাড়বাসুদেবপুরের অন্তর্গত সাহু বাজারে  এই কন্যাশ্রী ক্লাব সদস্যরা পথ নাটিকা উপস্থাপন করে। এই সময় স্থানীয় পথচলতি মানুষজন, দোকানদার গণ ও স্থানীয় মহিলারা উপস্থিতি থেকে ছাত্রীদের উৎসাহিত করেন। ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) প্রধানশিক্ষক সম্মানীয় অমিতাভ নন্দ  আজকের এই পথ চলতি সভা থেকে স্থানীয় মানুষজন সহ মহিলাদের সামনে বাল্যবিবাহ রোধে সচেতনতার কথা তুলে ধরেন এবং মায়েদের এগিয়ে আসার আহ্বান জানান।বাড়ঘাসীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু সহ কাউন্সেলর শতরূপা ম্যাডাম ও সচেতনতার বার্তা দেন।শিক্ষার আগুয়ান জেলা পূর্ব মেদিনীপুর জেলা আবার বাল্যবিবাহে ও এগিয়ে, আবার পূর্ব মেদিনীপুর জেলার বাল্যবিবাহে এগিয়ে আমাদের হলদিয়া উন্নয়ন ব্লকে বাল্যবিবাহ রোধে বাড়ঘাসিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও ডালিম্বচক্ টেকনিক্যাল্ হাই স্কুল (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ের আয়োজনে পদযাত্রা ও স্থানীয় বাজার পর্যন্ত ,সাউ বাজারে পথ নাটিকা অনুষ্ঠিত হয়।

No comments