রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ড্রাইভার!প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে জেলা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে হলদিয়া সাব-ডিভিশন ট্রাফিক পুলিশের উদ্যোগে ড্রাইভার ও হেলপার দের নিয়ে বিভিন্ন সময…
রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ড্রাইভার!
প্রতিনিয়ত পথ দুর্ঘটনা লেগেই রয়েছে জেলা পুলিশের তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে হলদিয়া সাব-ডিভিশন ট্রাফিক পুলিশের উদ্যোগে ড্রাইভার ও হেলপার দের নিয়ে বিভিন্ন সময় সচেতনতা প্রচার এবং তারই সাথে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিয়েও সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চলছে অনব্রত। তারই মধ্যেই ড্রাইভার দের অসাবধানতার ফলেই পথ দুর্ঘটনা প্রায় লেগেই থাকে ।
সাত সকালে সিটি সেন্টার থেকে দুর্গাচকগামী একটি ডাম্পার লালবাবা সিমলেস টিউব কারখানার পাশাপাশি রেলিং এর মাঝখান থেকে চলে গেল। রেলিং দেওয়ার পাতি ইঞ্জিন কাছ থেকে হয়ে ড্রাইভার এর সামনে থেকে নাকের ডগা থেকে ডাম্পারের মাথা পর্যন্ত ফুঁড়ে হয়ে বেরিয়ে গেল। অনেকেই বলছেন হেল্পার ছিল না ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। রাস্তার মাঝ বরাবর গাড়ি চালাচ্ছিলেন সেজন্যই তিনি রেলিং এর উপর উঠে গিয়ে রেলিংয়ে যে পাতি ইঞ্জিন কাছ থেকে ডাইভারের নাকের ডগা থেকে বেরিয়ে গেল। একদম ডাম্পারের মাথা পর্যন্ত।
অল্পের জন্যই রক্ষা পেয়ে গেল ড্রাইভার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সিটি সেন্টার থেকে দুর্গাচক গ্রামী, লালবাবা সিমলেস টিউব এবং আইওসি পেট্রোনাস কারখানার মাঝামাঝি এই ঘটনা ঘটেছে। সকাল বেলা এই ঘটনায় পথচলতি বহু মানুষ দাঁড়িয়ে যায়। ভবানীপুর থানার পুলিশের তৎপরতায় গ্যাস কাটার দিয়ে ওই রেলিং কে কেটে গাড়িটিকে বের করা হয়। তবে এই ধরনের ঘটনা সাত সকালে কিভাবে ঘটলো সে নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments