রাজ্য রেফারি সংস্থার ৯২ তম বার্ষিক সাধারণ সভায় পরিচালন কমিটির নির্বাচনে ....এশিয়া মহাদেশের প্রথম রেফারি সংস্থা হল ক্যালকাটা রেফারিজ্ এ্যসোসিয়েশন( সি. আর. এ.)। গত ২৯ শে জুলাই,২০২৫ তারিখ এই রাজ্য রেফারি সংস্থার ৯২ তম বার্ষিক সাধ…
রাজ্য রেফারি সংস্থার ৯২ তম বার্ষিক সাধারণ সভায় পরিচালন কমিটির নির্বাচনে ....
এশিয়া মহাদেশের প্রথম রেফারি সংস্থা হল ক্যালকাটা রেফারিজ্ এ্যসোসিয়েশন( সি. আর. এ.)। গত ২৯ শে জুলাই,২০২৫ তারিখ এই রাজ্য রেফারি সংস্থার ৯২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে পরিচালন কমিটির নির্বাচনে ক্ষমতাসীন গোষ্ঠী চুড়ান্ত ভাবে পরাজিত হয়। পরাজিত হয়েছেন সভাপতি ভোলানাথ দত্ত, সহ সম্পাদক তুষার কান্তি গুহ সহ পরিচালন কমিটির সিংহভাগ সদস্য।নব নির্বাচিত সভাপতি- অরিন্দম ভট্টাচার্য,সহ সভাপতি- দেবাশীষ মিশ্র ও অভিজিত কুন্ডু, সম্পাদক- চিত্তরঞ্জন দাশ মজুমদার,কোষাধ্যক্ষ- দীপক চক্রবর্তী, সহকারী কোষাধ্যক্ষ -অজিত দত্ত,এছাড়া সদস্যরা হলেন- রঞ্জিত বক্সী, দিন মহম্মদ মোল্লা, ননী গোপাল সাহা,কুনাল সরকার,উত্তম সরকার ,বিভাষ ঘোষ বিপ্লব পোদ্দার, দেবাশীষ মন্ডল। অনেক নূতন মুখ নব নির্বাচিত পরিচালন কমিটিতে স্থান পেয়েছেন।
১৮ টি জেলা রেফারি সংস্থার সম্পাদক দের দ্বারা নির্বাচিত হয়ে মোট ৪ জন জেলা প্রতিনিধি রাজ্য রেফারি সংস্থার পরিচালন কমিটিতে স্থান পেয়ে থাকেন। এবার এই ৪ টি জেলা হল পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিন ২৪ পরগনা। সর্বাধিক ভোট পেয়ে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করবেন ত্রিদিবনাথ হাজরা। উনি পূর্ব মেদিনীপুর জেলা রেফারি সংস্থার সম্পাদক। এনিয়ে ত্রিদিব বাবু দ্বিতীয় বার রাজ্য রেফারি সংস্থার পরিচালন কমিটিতে স্থান পেলেন। এছাড়া নির্বাচিত হয়েছেন শিলিগুড়ি থেকে প্রবীর মন্ডল, উত্তর ২৪ পরগনা থেকে গৌতম সাধুখাঁ এবং দক্ষিন ২৪ পরগনা থেকে কৌশিক মিস্ত্রী।নব নির্বাচিত পরিচালন কমিটি আগামী ২ বছর সংস্থার কার্য পরিচালনা করবেন।
No comments