Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বালুঘাটা থেকে নরঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হল, কি জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাজী!

বালুঘাটা থেকে নরঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হল, কি জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাজী!হলদিয়া ও মহিষাদল গুরুত্বপূর্ণ গ্রামীণ তিনটি  পাকা রাস্তার কাজের উদ্বোধন!প্রায় ২৮ কোটি টাকা খরচ করে হলদি, রূপনারায়ণ  ও হুগলি…

 



বালুঘাটা থেকে নরঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হল, কি জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাজী!

হলদিয়া ও মহিষাদল গুরুত্বপূর্ণ গ্রামীণ তিনটি  পাকা রাস্তার কাজের উদ্বোধন!

প্রায় ২৮ কোটি টাকা খরচ করে হলদি, রূপনারায়ণ  ও হুগলি নদীর পাড় বরাবর প্রায় ৩৮ কিমি রিভার সাইড রোড নতুন করে গড়েছে রাজ্য সরকার। মহিষাদল ও হলদিয়া বিধানসভা এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তা কাজের উদ্বোধন হয়েছে। হলদি নদীর তীরে বালুঘাটা থেকে নরঘাট পর্যন্ত ১৭.৭ কিমি রাস্তার জন্য প্রায় ১৩ কোটি টাকা খরচ হচ্ছে। ওই রাস্তা মহিষাদল এর কেশবপুর জালপাই ছুঁয়ে নরঘাট পৌচ্ছবে। এছাড়া হুগলি নদী ও রুপনার বরাবর কুকড়াহাটি থেকে ধনীপুর পর্যন্ত প্রায় ২১ কিঃমিঃ রাস্তার জন্য খরচ হবে পাঁচ কোটি ৩০ লক্ষ টাকা। গেওয়াখালি থেকে দনিপুর পর্যন্ত প্রায় ১৩.৫ কিমি রাস্তার জন্য খরচ হবে নয় কোটি টাকা। নদীর তীরে ওই তিনটি রাস্তা আরো চওড়া এবং ঝা চকচকে করা হচ্ছে। ২০২৬ সালে মার্চের মধ্যে কাজ শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বিকল্প যোগাযোগ ব্যবস্থা ব্যবসা-বাণিজ্য পর্যটনের প্রসার রাজ্য সরকারের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসন আধিকারিকরা মনে করছেন। এই তিনটি রাস্তার কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তিনটি অনুষ্ঠানে মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল মহিষাদলের  বিডিও বরুনাশীষ সরকার, হলদিয়া বিডিও সৌরভ মাঝি, জেলা পরিষদ সদস্য ও দুই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মধ্যক্ষ গণ উপস্থিত ছিলেন। বালুঘাটা নরঘাট সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে কেশবপুর জালপায়ে ইটামগরা বাঁধে হয়েছে। গেওয়াখালি ধনীপুর রাস্তার কাজের উদ্বোধন হয়েছে মহিষাদলের বাঁকা লক গেট এর কাছে। সন্ধ্যে তেঁতুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে গেঁওয়াখালি কুকড়াহাটি রাস্তার কাজের উদ্বোধন হয়। পিএমজি এসওয়াই তিনটি প্রকল্পের ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভলপমেন্ট এজেন্সির বরাদ্ধে এই কাজ হবে জেলা সভাধিপতি বলেন পূর্ব মেদিনীপুরের এবছর প্রায় 300 কোটি টাকা খরচে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের উন্নয়ন শুরু হয়েছে। এই সমস্ত রাস্তায় ভারী ও ওভারলোডেড গাড়ি যাতে চলাচল না করে সেই বিষয়টি দেখার জন্য জেলা সভাধিপতি এদিন স্থানীয়দের কাছে আবেদন জানান। এ ধরনের ঘটনা ঘটলে ব্লক প্রশাসনকে খবর দিতে বলেন। উমপুন ও যস সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এ সমস্ত রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। মহিষাদল ব্লক এ হলদি জলোচ্ছাসে কেশবপুর জলপাই এলাকায় রাস্তা উধাও হয়ে গিয়েছিল বলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ মন্ডল জানান। তিনি বলেন ভালো মানের রাস্তা তৈরীর বিষয়টি নিশ্চিত করতে হবে। একই দাবি তুলেছেন নার্সালের পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা। মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী বলার এই সমস্ত রাস্তার পাশেই ঘনবসতি আছে ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন গেঁওয়াখালি নাটশাল ঘিরে পর্যটন বিকাশে মহিষাদল পঞ্চায়েত সমিতি ও সংশ্লিষ্ট পঞ্চায়েত উদ্যোগী হয়েছে। তাতে অসুবিধা হবে দুই ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে সমস্ত রাস্তা ১৬টনের বেশি ভারী ট্রাক চলাচল নিষিদ্ধ হবে। রাস্তায় হাইট ব্যারিয়ার লাগানো হবে।

No comments