২১শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়!বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালি কে অপমান। তার বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার ২১ শে জুলাই শহীদ দিবস ম…
২১শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়!
বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালি কে অপমান। তার বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার ২১ শে জুলাই শহীদ দিবস মঞ্চ থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকেই চলবে বিভিন্ন কর্মসূচি।
আগামী ২৭ জুলাই নানুর দিবসের দিন থেকেই রাস্তায় নামতে হবে দলীয় কর্মী নেতা সমর্থকদের ওইদিন থেকে প্রতি শনিবার ও রবিবার টানা আন্দোলনের ডাক দিলেন। বাংলাভাষা রক্ষা ও বাঙ্গালীদের অপমানের বিরুদ্ধে এই আন্দোলন আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত চলবে বলেই জানিয়েছেন।
এই বিষয় তিনি বলেন আগামী ২৬ শে জুলাই এর মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। ২৭ শে জুলাই থেকে নামতে হবে ময়দানে তিনি শনিবার ও রবিবার করে প্রতিটি জেলার সমস্ত স্তরে নেতাদের মিটিং মিছিলের আয়োজন করতে হবে। সঙ্গে তিনি সমাজের বিশিষ্টজন খেলোয়ারদের তিনি বলেন গান্ধী মূর্তির পাদদেশে ঝরনা দেওয়ার জন্য দলের সাংসদ ও বিধায়কদের গান্ধী মূর্তির পাদদেশে ধারনা দেবার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে আগামী ৯ আগস্ট ও ১৫ ই আগস্ট রাখি পূর্ণিমা ও ২৮শে আগস্টের মধ্যে দলীয় নেতা ও কর্মীদের বিশেষ কর্মসূচি করতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও ভবিষ্যতে আরো কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হবে।
No comments