সুপ্রিম কাপ স্টেট স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপগত সাতদিন ধরে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল ফুটবল গেমস্!সারা রাজ্যে বিভিন্ন স্কুলে প্রায় ২৪ টি জেলাকে নিয়ে চলছে ইন্টার স্কুল ফুটবল খেলা। শিক্ষার সাথে সাথেই সুস্বাস্থ্যের জন্য খেলা খুবই প…
সুপ্রিম কাপ স্টেট স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ
গত সাতদিন ধরে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল ফুটবল গেমস্!
সারা রাজ্যে বিভিন্ন স্কুলে প্রায় ২৪ টি জেলাকে নিয়ে চলছে ইন্টার স্কুল ফুটবল খেলা। শিক্ষার সাথে সাথেই সুস্বাস্থ্যের জন্য খেলা খুবই প্রয়োজন। পড়াশোনার সাথে মোবাইলে আসক্ত হচ্ছে নতুন প্রজন্ম। মোবাইল থেকে দূরে রাখতেই খেলার মাঠে মনকে নিয়ে আসার জন্যই রাজ্য সরকারের উদ্যোগেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন শিক্ষা দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলা ৮টি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন।
প্রথম পর্যায়ে জেলা এবং দ্বিতীয় পর্যায়ে ছটি জেলা নিয়ে একটি করে মহকুমার ভিত্তি খেলা হবে। তারপরেই রাজ্যস্তরে খেলা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব চক্রবর্তী। তিনি বলেন গত কয়েকদিন ধরেই শিল্পশহর হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে সুপ্রিম কাপ ইউ ১৪ স্টেট স্কুল চ্যাম্পিয়নশিপ ২০২৫। পরিচালনা করেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ) স্কুল ফুটবল খেলা শুরু হয়েছিল আজ তার সমাপ্তি দিন।সেমি ফাইনালের মুখোমুখি হয়েছিলেন পাঁশকুড়া পাটনা শ্যামসুন্দরপুর হাই স্কুল বনাম গেঁওয়াখালী হাই স্কুল তাদের রেজাল্ট ৪-২ । অন্যদিকে সেমিফাইনালে মুখোমুখি হয় রাজ মহিষাদল রাজ হাই স্কুল বনাম হলদিয়া গভঃ স্পনসর্ড হাই স্কুল রেজাল্ট ৩১। খেলার ফাইনালে মহিষাদল রাজ হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাঁশকুড়া পাটনা শ্যামসুন্দরপুর হাই স্কুল ৩-০ গোলে।
No comments