শিল্প কলকারখানার প্রতিনিধি নির্বাচনে ১৯ টি সিটে ৯০ জন প্রার্থী!পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানার শ্রমিকদের দীর্ঘ কয়েক বছর নির্বাচন হয়নি সে নিয়েই গত জুন মাসে তাদের আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছিল…
শিল্প কলকারখানার প্রতিনিধি নির্বাচনে ১৯ টি সিটে ৯০ জন প্রার্থী!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানার শ্রমিকদের দীর্ঘ কয়েক বছর নির্বাচন হয়নি সে নিয়েই গত জুন মাসে তাদের আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছিল তাদের দাবি ও বিলম্বের প্রতিনিধি নির্বাচন করতে হবে। সেই অনুযায় আজ নমিনেশন জমা দিবা এবং তুলে নেবার শেষ দিন ছিল । বিশেষ সূত্রে জানা যায় পাঁচটি বিভিন্ন গনসংগঠনের প্যানেল জমা পড়ে। মোট ৯০ জন প্রার্থী রয়েছেন ১৯ টি আসনে। তবে এবারে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন তিনটি প্রার্থী দিয়েছেন। আগামী ১৮ই জুলাই নির্বাচন সেই নির্বাচনে কে বা কারা সংখ্যাগরিষ্ঠতা পায় সেদিকেই এখন সকলের লক্ষ্য।
No comments