অভয়ার ন্যায় বিচারের দাবি এবং ল কলেজের মধ্যে গণধর্ষণের যুক্ত অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ!অভয়ার ন্যায় বিচারসহ সম্প্রতি কসবা ল কলেজের মধ্যে গণধর্ষণের সাথে যুক্ত অপরাধীদের শাস্তির দাবিতে এছাড়া মদ জুয়া সাট্রা এবং রাজ্য সরক…
অভয়ার ন্যায় বিচারের দাবি এবং ল কলেজের মধ্যে গণধর্ষণের যুক্ত অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ!
অভয়ার ন্যায় বিচারসহ সম্প্রতি কসবা ল কলেজের মধ্যে গণধর্ষণের সাথে যুক্ত অপরাধীদের শাস্তির দাবিতে এছাড়া মদ জুয়া সাট্রা এবং রাজ্য সরকারি লটারি বন্ধের দাবিতে আজ রাজ্যের বিভিন্ন জায়গার সাথে সাথে হলদিয়া মহকুমা শাসকের কাছে বিক্ষোভ ও ডেপুটেশন দেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ। ক্ষুদিরাম স্ট্যাচু এর কাছ থেকে মহিলাদের মিছিল সংঘটিত করে হলদিয়া মহকুমার অফিসে সামনে গিয়ে বিক্ষোভ দেখান। নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন সুলেখা প্রামানিক রিতা ওঝা, গঙ্গা মণ্ডল প্রমূখ।
No comments