প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকায় গাছ কাটা অব্যাহত
প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকায় গাছ কাটা অব্যাহত । মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা চিঠি দিয়ে জা…
প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকায় গাছ কাটা অব্যাহত
প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতি এলাকায় গাছ কাটা অব্যাহত । মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা চিঠি দিয়ে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে তিনি জানালেন।
মহিষাদল ব্লকের নাটশাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত পূর্ব শ্রীরামপুর মৌজা গেঁওয়াখালি বাস সড়কের কাছেই পাহালানপুর বাসস্ট্যান্ডের কাছেই আলী টোটোর সার্ভিসিং এর সেন্টারে উল্টোদিকে গত ৬মে 2025 বাড় চাঁদপাত্র গ্রামের অবৈধভাবে প্রায় দশটির বেশি নিম গাছ যা সরকারি জায়গায় ছিল তা কেটে নিয়েছে। সেই নিম গাছগুলি এখন জমা রয়েছে এই বিষয়ে মহিষাদল ব্লক প্রশাসন এবং মহিষাদল থানা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস এবং লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও একমাস অতিবাহিত হওয়ার পরেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করলেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা। তিনি বললেন গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এবং ৩রা জুলাই প্লাস্টিক বর্জন দিবস অন্যতম কর্মসূচি হিসেবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 50 টি করে গাছ লাগানোর ব্যবস্থা হলেও ওই অবৈধভাবে গাছ কাটার বিষয়ে প্রশাসনিক সর্বস্তরে অবহেলা করছে। আগামী১৪ ই জুলাই থেকে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করা হবে রাজ্যে সর্বত্র। এই সময় প্রাক্কালে অবৈধভাবে গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় তিনি তম্বিত হলেন তিনি আরো বলেন অভিযুক্ত ব্যক্তি বর্তমান শাসক দলের অনুগত তাই মে মাসে গাছ কাটার পরেও লিখিতভাবে অভিযোগ জানিও কোনরূপ ব্যবস্থা না নেওয়ায় সোশ্যাল মিডিয়াতে তিনি সরাসরি পোস্ট করেছেন। আরও বলেন আমি মহিষাদল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পন্ডা পরিবেশ রক্ষার স্বার্থে পরিবেশ ধ্বংসকারী অবৈধভাবে সরকারি জায়গার উপর বয়স্ক গাছগুলি কেটে নিয়েছেন যদিও শ্রী বনমালী ভূঁইয়া, তার প্রতি আইনাগু ব্যবস্থা অতিসত্বর গ্রহণ করা হোক না হলে আগামী দিনে এলাকার মানুষ আন্দোলনে নামবেন।
No comments