স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক!
স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই ফ…
স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক!
স্কুল বন্ধ রেখে সংঘের শিক্ষক সংগঠনের সভাকে ঘিরে বিতর্ক। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার ও শনিবার দুই দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই ফকিরদাস হাইস্কুলে (উচ্চ্য মাধ্যমিক)
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের প্রদেশ বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিন এই সভা চলাকালীন বেশ কয়েকজন এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়।
অভিভাবকদের অভিযোগ, তাদেরকে কিছু না জানিয়ে নিজের একক সিদ্ধান্তে প্রধান শিক্ষক এই স্কুলে একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের সম্মেলন করার জন্য অনুমোদন দিয়েছেন। যার ফলে, প্রতিদিনের মতন স্টুডেন্টরা এলেও আজকেও তারা ফিরে যায় | এরপরেই অভিভাবকদের একাংশ স্কুলে এসে প্রধান শিক্ষকের রুমে বিক্ষোভ দেখায় ও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। তাদের আরও অভিযোগ, এই সম্মেলনের জন্য গত শুক্রবার থেকেই এক প্রকার ছুটি চলছে স্কুলে, যার ফলে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের যেমন ক্ষতি হচ্ছে তেমনি স্কুলে এসে তাদেরকে বারবার ফিরে যেতে হচ্ছে। কি কারনে এই সম্মেলনের অনুমতি দিয়েছেন তিনি তা নিয়ে রীতিমতন তর্ক-বিতর্ক চলে প্রধান শিক্ষকের সঙ্গে।
এই ব্যাপারে উদ্যোক্তাদের বক্তব্য, উনারা সমস্ত নিয়ম মেনে স্কুলকে আবেদন জানিয়েছিলেন এবং স্কুল সেখানে অনুমতি দেয়ার পরেই তারা এই সম্মেলন করছে |কারণ এই সম্মেলন কেবলমাত্র শিক্ষকদের মান উন্নয়নের জন্য সম্মেলন |
যদিও এই ব্যাপারে তৃণমূলের অভিযোগএই শিক্ষক সংগঠনের পেছনে রয়েছে আরএসএস এবং বিজেপি। তারাই মূলত, এই সম্মেলনের আয়োজক সেখানে কি করে একটি স্কুল বন্ধ রেখে এমন একটি আয়োজন করা যায় তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যেমনই তেমনি এ নিয়ে তারা অভিযোগ জানাতে চলেছেন স্কুল শিক্ষা দপ্তরেও।
যদিও বিজেপির তরফে অমলেশ পাহাড়ির সাফাই এই শিক্ষক সংগঠনের সঙ্গে কোন রাজনৈতিক যোগাযোগ নেই। এটি কেবলমাত্র সংঘের একটি শিক্ষক সংগঠন যার সঙ্গে রাজনীতি বা বিজেপির কোন যোগ নেই। তৃণমূলও সারাবছর ধরে স্কুল গুলিতে বিভিন্ন ধরণের অনুষ্ঠান করে থাকে তখন তো দোষের হয়না। যারা বিক্ষোভ দেখাতে এলাকায় তোলা তুলে খায়। সংঘ পরিবারের এই অনুষ্ঠান দেখে তৃণমূল ভয় পাচ্ছে। এরাই সারাবছর স্কুল গুলিতে তৃণমূল ও তাঁর শাখা সংগঠনের অনুষ্ঠান করে থাকে। যদিও এদিনের অনুষ্ঠানে স্কুল পরিচালন কমিটির সভাপতি বিকাশ রায়চৌধুরী নিজেও উপস্থিত ছিলেন। যদি অভিযোগ থাকে তাঁকে বলতে পারতেন। তৃণমূলের আমলে শিক্ষক নিগ্রহটা সাধারণ ব্যাপার হয়ে গেছে । আর স্কুল বন্ধ রেখে এই সম্মেলনকে ঘিরে ক্রমেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে গোটা এগরা বিধানসভা এলাকাজুড়ে। পাশাপাশি, এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
No comments