বাল্যবিবাহ প্রতিরোধ,নারী সুরক্ষা,শিশু শ্রম বন্ধ এইসমস্ত বিষয়ে মনিরামপুর এ এনএস এস ইউনিট 4এর উদ্যোগে পদযাত্রা কর্মসূচী!বিদ্যাসাগরের মেদিনীপুর জেলা সেই জেলাতে শিক্ষা রাজ্যের প্রথম কিন্তু তার সাথেই বাল্যবিবাহ জেলার মধ্যে প্রথম।ভিডি…
বাল্যবিবাহ প্রতিরোধ,নারী সুরক্ষা,শিশু শ্রম বন্ধ এইসমস্ত বিষয়ে মনিরামপুর এ এনএস এস ইউনিট 4এর উদ্যোগে পদযাত্রা কর্মসূচী!
বিদ্যাসাগরের মেদিনীপুর জেলা সেই জেলাতে শিক্ষা রাজ্যের প্রথম কিন্তু তার সাথেই বাল্যবিবাহ জেলার মধ্যে প্রথম।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/-o6oXZ6MeA0
বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য সরকারিভাবে বিভিন্ন প্রচার মাধ্যম চলছে তারই সাথে আজ বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় এর এনএস এস ইউনিট 4এর উদ্যোগে রাষ্ট্রবিজ্ঞান,এডুকেশন,ইতিহাস বিভাগ এ সহায়তায় বাল্য বিবাহ প্রতিরোধ,শিশু শ্রম বন্ধে,নারী অধিকার ও নারী সুরক্ষা প্রতিষ্ঠায় পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হলো।ছাত্র ছাত্রীদের পাঠ্যক্রম এ কমিউনিটি সার্ভিস এর কথা মাথায় রেখে এই কর্মসূচি।কলেজের প্রায় 100জন ছাত্রছাত্রী,প্রাথমিক বিদ্যালয় এর প্রায় 50জন এবং গ্রাম এর প্রায় 25জন মহিলা এই কর্মসূচিতে সামিল হয়।পোস্টার,প্ল্যাকার্ড এর এর মাধ্যমে ছাত্র ছাত্রীরা বাল্য বিবাহ প্রতিরোধ,শিশু শ্রম বন্ধ ও নারী সুরক্ষার বিভিন্ন সচেতনতার দিক গ্রামের মানুষের সামনে তুলে ধরেন।রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এর প্রধান পূজা দত্ত,অধ্যাপক শুভজিৎ নস্কর,এডুকেশন বিভাগের অধ্যাপক অমিত পাত্র,গ্রাম এর প্রতিনিধির পক্ষে সমীর দোলাই,অক্ষয় প্রধান, প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ভক্তিপদ দাস,শিক্ষিকা তাপসী বালিদা,সুদীপ্তা গিরি সহ এলাকার বহু মহিলা এই শোভাযাত্রায় সামিল হন।মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে উত্তরপল্লি শীতলা মন্দির পর্যন্ত এই পদযাত্রা চলতে থাকে আবার পুনরায় মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় এ তা ফিরে আসে।সমগ্র প্রোগ্রামের পরিকল্পনা করেন এনএস এস ইউনিট 4এর প্রোগ্রাম অফিসার প্রণব কুমার জানা ।
No comments