সরকারি ডাক্তার প্রাইভেটে চেম্বার করছেন,ধরা পড়তেই ছুট দিল হাসপাতালে!সকাল ন'টা থেকে ১১ টা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখের সময়।সেই সময় ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন। আউটডোরে রোগীদের লম্বা লাইন।এ ছবি পূর্ব মেদিনীপ…
সরকারি ডাক্তার প্রাইভেটে চেম্বার করছেন,ধরা পড়তেই ছুট দিল হাসপাতালে!
সকাল ন'টা থেকে ১১ টা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখের সময়।সেই সময় ডাক্তার প্রাইভেটে রোগী দেখছেন। আউটডোরে রোগীদের লম্বা লাইন।এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।সরকারি ডাক্তার চর্মরোগ বিশেষজ্ঞ এম পি আহমেদ তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তার।সকাল ন'টা থেকে এগারোটা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল।কিন্তু সেই ডাক্তার সরকারিভাবে রুগিদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন।আউটডোরের সামনে রুগিদের লম্বা লাইন।ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রুগি দেখা নাই ডাক্তারের।প্রাইভেট চেম্বারে গেলেই ডাক্তার ছুট দিল হাসপাতালে নেই কোন উত্তর। সরকারি ডাক্তার সরকারিভাবে পরিষেবা না দিয়ে প্রাইভেটে চেম্বার করছেন এটাকি ঠিক সবার করছে উঠেছে প্রশ্ন।
No comments