হুগলি নদীর পাড় থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার!সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এরিয়াখালী (মিনু ইটভাটা) হুগলি নদীর পাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে আসে। এলাকার মানুষ দেখতে পেয়ে স্…
হুগলি নদীর পাড় থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার!
সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত এরিয়াখালী (মিনু ইটভাটা) হুগলি নদীর পাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে আসে। এলাকার মানুষ দেখতে পেয়ে স্থানীয় সুতাহাটা থানা খবর দেয়। বিশেষ সূত্রে জানা যায় ভেসে আসা একটি পুরুষের দেহ আনুমানিক ৪০ বছর বয়স হবে। ঘটনাস্থলে পৌঁছেছেন সুতাহাটা থানার পুলিশ। ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে পাঠিয়েছেন। তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments