Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় ছাত্রী নিবাসের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবী জানালো AIDSO !

পাঁশকুড়ায় ছাত্রী নিবাসের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবী জানালো AIDSO !সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়ার উত্তর মেছোগ্রামের বসন্ত আবাস শিক্ষা সদনের বীণাপাণি গুরুকুল ছাত্রী নিবাসের একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্…

 




পাঁশকুড়ায় ছাত্রী নিবাসের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবী জানালো AIDSO !

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়ার উত্তর মেছোগ্রামের বসন্ত আবাস শিক্ষা সদনের বীণাপাণি গুরুকুল ছাত্রী নিবাসের একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ছাত্র সংগঠন AIDSO' র পাঁশকুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া থানার আই.সি.'র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।


AIDSO পাঁশকুড়া আঞ্চলিক কমিটির সম্পাদক বিদিশা জানা বলেন , "গত ২৮ জুলাই পাঁশকুড়ার উত্তর মেছোগ্রামের এক ছাত্রী নিবাসে একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক ভাবে মৃত্যু ঘটেছে। এর আগেও ঐ ছাত্রী নিবাসে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের একাধিক ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরকম একটা পরিস্থিতিতে এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ আমরা পাঁশকুড়া থানার আই.সি.'র নিকট স্মারকলিপি প্রদান করি। আমাদের দাবীর সাথে তিনিও একমত হয়েছেন। এর পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে তিনি আশ্বাস দেন।"



No comments