বিবেকানন্দ সমবায় সমিতি ডাইরেক্টর বোর্ড নির্বাচনে জয়ী হলেন বিজেপি! গত ২৫ শে মে হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা হাদিয়া সাপুয়া ও বসানচক গ্রামের বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। …
বিবেকানন্দ সমবায় সমিতি ডাইরেক্টর বোর্ড নির্বাচনে জয়ী হলেন বিজেপি!
গত ২৫ শে মে হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকা হাদিয়া সাপুয়া ও বসানচক গ্রামের বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট ভোটার ছিল ২২৫০জন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/aWF2dRdnrik
মোট প্রার্থী ৪৬ জন ছিল। ৪৬ মধ্যে বিজেপি পেয়েছিল ২৬ টি এবং তৃণমূল পেয়েছিল ২০ টি আসন। আজ ২৪ শে জুন ডাইরেক্টর বর্ডের প্রতিনিধি নির্বাচন ছিল । আজ মোট ১৫ জনের বোর্ড তৈরি হবে সেই নির্বাচনে ভোট পড়ে বিজেপির ১২ জন এবং তৃণমূল কংগ্রেসের ৩জন নির্বাচিত হয়েছেন। মোট ৪৬ জন এই ভোটদানে অংশগ্রহণ করেন। সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ১২ জন ডাইরেক্টর বর্ডের সদস্য নির্বাচন হলেন । আগামী ২৬শে বিধানসভা নির্বাচনের আগে হলদিয়া নির্বাচনে সমবায় নির্বাচনে শাসক দল তৃণমূলকে হারিয়ে বিজেপি গ্রামীণ এলাকায় সমবায় নির্বাচনে এগিয়ে থাকলেন।
No comments