Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওবিসি তালিকা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্যে, বিধানসভায় স্বীকার মুখ্যমন্ত্রীর!

ওবিসি তালিকা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্যে, বিধানসভায় স্বীকার মুখ্যমন্ত্রীর! তৃণমূল সরকারের 'অন্যান্য অনগ্রসর শ্রেণি ওবিসি তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে ৩৯টি গরিব, সামাজিক, শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা অংশকে। তার মধ্যে ৩৮টি গরিব সংখ্যাল…

 


ওবিসি তালিকা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্যে, বিধানসভায় স্বীকার মুখ্যমন্ত্রীর!

 তৃণমূল সরকারের 'অন্যান্য অনগ্রসর শ্রেণি ওবিসি তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে ৩৯টি গরিব, সামাজিক, শিক্ষাগতভাবে পিছিয়ে থাকা অংশকে। তার মধ্যে ৩৮টি গরিব সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়। এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যে, বিভিন্ন অংশের মধ্যে। সোমবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে ওবিসি তালিকা নিয়ে বলেন মুখ্যমন্ত্রী। আবার বিধানসভাতেই মন্ত্রিসভার বৈঠকেও তিনি ওই বিষয়ে বলেছেন। গরিবদের বঞ্চনার এই সরকারি পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে, সংখ্যালঘু সহ রাজ্যের অন্যান্য অংশের মঞ্চে। পরিস্থিতি আঁচ করে 'সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, 'মণ্ডল কমিশনের সুপারিশ মোনেই সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা ১৪০টি জনজাতির তালিকা তৈরি হয়েছে। তার মধ্যে ৮০টি সংখ্যালঘু জনজাতি এক বাকি ৬০টি অমুসলিম জনজাতি। সমীক্ষার সময়ে যাঁরা ওবিসি-এ তালিকায় ছিলেন, তাঁদের অনেকে ওবিসি-বি তালিকায় চলে গেছেন। আবার অনেকে ওবিসি-বি তালিকা থেকে ওবিসি-এ তালিকায় চলে এসেছেন। এই নিয়ে কারও কারও মধ্যে ক্ষোভ রয়েছে।'

বামফ্রন্ট সরকারের সময়ে ওবিসি তালিকায় দুটি ভাগ করা হয়- 'অধিক অনগ্রসর' এবং 'অনগ্রসর'। 'অধিক অনগ্রসর'-এর জন্য ১০ শতাংশ এবং 'অনগ্রসর'দের জন্য ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা হয়। আগের তালিকায় ১৭৯টি সম্প্রদায় ছিল। 'অধিক অনগ্রসর'-এ ছিল মোট ৮১টি সম্প্রদায়। তার মধ্যে ৭৩টি ছিল সংখ্যালঘুদের। 'অনগ্রসর'-এর মধ্যে ছিল ৯৮টি সম্প্রদায়। তার মধ্যে সংখ্যালঘুদের ছিল ৪৫টি। ১৭৯টির মধ্যে দুটি ভাগ মিলিয়ে ১১৮টি সম্প্রদায় ছিল সংখ্যালঘুদের। ২০২৪ সালের ২২নে কলকাতা হাইকোর্টের ডিভিসন বেঞ্চের এক রায়ে এরাজ্যে ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যায়। বামফ্রন্ট সরকার ওবিসি তালিকায় সম্প্রদায় অন্তর্ভুক্ত করত ব্যাকওয়ার্ড কমিশনের সুপারিশের ভিত্তিতে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কমিশনের কাজ সরকারের ঘাড়ে তুলে নেন। এর ফলে ওবিসি তালিকা নিয়ে তৈরি হয় প্রশ্ন। আদালতের নির্দেশের পরে যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার তাতে এখন ১৪০টি সম্প্রদায়ের নাম রয়েছে। 'অধিক অনগ্রসর'-এ আছে ৪৯টি সম্প্রদায়। তার মধ্যে আছে ৩৭টি সংখ্যালঘু সম্প্রদায়। 'অনগ্রসর'-র তালিকায় আছে ১১টি সম্প্রদায়। তার মধ্যে ৪৩টি সংখ্যালঘুদের। অর্থাৎ সব মিলিয়ে সংখ্যাটি ৮০।

No comments