১টাকায় ১ এক লিটার জল!ওয়াটার এটিএম ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্ট এর ভিত্তিক্রস্থ স্থাপন করলেন বিধায়ক অখিল গিরি
রামনগর এক ব্লকে প্রথম গোবরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও সরকারি সহায়তায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হল আজ। ১টাক…
১টাকায় ১ এক লিটার জল!ওয়াটার এটিএম ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্ট এর ভিত্তিক্রস্থ স্থাপন করলেন বিধায়ক অখিল গিরি
রামনগর এক ব্লকে প্রথম গোবরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও সরকারি সহায়তায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হল আজ। ১টাকার ওয়াটার এটিএম" বলতে এমন একটি ভেন্ডিং মেশিনকে বোঝায় যা অল্প দামে, সাধারণত এক টাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। এই মেশিনগুলি প্রায়শই জনসাধারণের কাছে পাওয়া যায় এবং মানুষের জন্য পরিষ্কার জল অ্যাক্সেস করার জন্য একটি সুবিধাজনক এবং সাশ্রয়ী মূল্যের উপায় প্রদান করে। ওয়াটার ক্লোরিনেশন প্ল্যান্ট হলো এমন একটি ব্যবস্থা যা জলকে জীবাণুমুক্ত করতে ক্লোরিন বা ক্লোরিনযুক্ত রাসায়নিক ব্যবহার করে। এই পদ্ধতিতে, জলে ক্লোরিন যোগ করা হয়, যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু ধ্বংস করে এবং জলকে পানীয় যোগ্য করে তোলে।
ক্লোরিনেশন জল সরবরাহ ব্যবস্থার পাইপ এবং স্টোরেজ ট্যাঙ্কগুলোতে জীবাণুর বৃদ্ধি রোধ করে। এটি জলের গুণমান বজায় রাখতে সাহায্য করে এবং পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করে।আজকের ভিত্তিক্রস্থ স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক অখিল গিরি বলেন এই জলের পরিষেবা চালু হলে এলাকার মানুষরা কম দামে বিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন। ৩৪ লক্ষ টাকার স্কিমে প্রাথমিক পর্যায়ে ১৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে এই প্রজেক্ট শুরু করার জন্য।
গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার আকনা বিরামপুর মৌজায় ১নং খতিয়ানভুক্ত জায়গায় আকনা ICDS কেন্দ্রের সামনে 15th finance তহবিলের প্রাপ্ত অর্থে water chlorination plant এর গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে
উদ্ভোধক ছিলেন বিধায়ক অখিল গিরি। এই বিশেষ প্রকল্প নিয়ে বার্তা দেন বিশ্বরঞ্জন মিশ্র। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ, গ্রামের সদস্য ও বিশ্বরঞ্জন মিশ্র, বিভাস রঞ্জন মিশ্র প্রমুখ।
এই পরিষেবা আগামী কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে। চালু হওয়ার পরে সাধারণ মানুষ এক টাকায় ১ লিটার জল পাওয়ার সাথে সাথে পরিশুদ্ধ পানীয় জল পেতে পারবেন।
No comments