গানে গানে রবীন্দ্রনাথ - মনোজিৎ দাস!
" মহাবিশ্বে মহাকাশে মহাকাল - মাঝেআমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে।।তুমি আছ বিশ্বনাথ,অসীম রহস্য - মাঝে ......বিশিষ্ট রবীন্দ্র গবেষক শশী ভূষণ দাশগুপ্ত বলেছেন, " রবীন্দ্রনাথ কবি - জন্…
গানে গানে রবীন্দ্রনাথ - মনোজিৎ দাস!
" মহাবিশ্বে মহাকাশে মহাকাল - মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে।।
তুমি আছ বিশ্বনাথ,অসীম রহস্য - মাঝে ......
বিশিষ্ট রবীন্দ্র গবেষক শশী ভূষণ দাশগুপ্ত বলেছেন, " রবীন্দ্রনাথ কবি - জন্মক্ষ্মণ হইতে মৃত্যুক্ষণ পর্যন্তই তিনি কবি ; কবিরূপে মনে - প্রাণে তিনি ভালবাসিয়াছেন এই জগৎকে - এই জীবনকে, বিশ্বপ্রকৃতিকে আর মানুষকে"
এই ব্রহ্মসঙ্গীতে কবি যেন সব নিবেদন করতে চাইছেন ।তাই সব কিছুতেই ' তুমি ' আছো।আমার মধ্যে ' আমি ' টিকে বিসর্জন দিতে চেয়েছেন। " তুমি আছ মোরে চাহি - আমি চাহি তোমা - পানে " ।
আবার শ্রী অরবিন্দ লিখেছেন, " My heart by His beatific touch is torn,
My life is a meteor dust of His flaming Grace "।
কবির আরাধনার উদ্দেশ্য কি ? নিঃশেষে উৎসর্গ। শুধু গানে নয়, রূপে ও রসে নয়, জীবনের আনন্দ পেতে কবি চান - আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে '।
ইংরেজ কবি ব্রাউনিং রবীন্দ্রনাথের মত মনপ্রাণ দিয়ে বিশ্বাস করতেন, আমরা প্রত্যেকে পৃথিবীতে এসেছি ঈশ্বরের এক একটি বিশেষ বাণীকে বহন করার জন্যে।
ব্রাওনিং যেখানে লিখলেন :
Earth changes,but thy soul and God stand sure।
ঠিক তেমনি রবীন্দ্রনাথ ও গাইলেন :
" কোথা লোক, কোথা রাজা, কোথা ভয় কার।
তুমি নিত্য আছো,আমি নিত্য সে তোমার " ( নৈবেদ্য)
আমাদের জীবনপাত্রে ঈশ্বরের যেমন প্রয়োজন আছে ঈশ্বরকে ও তেমনি আমাদের প্রয়োজন আছে।
" তুমি আছ বিশ্বনাথ,অসীম রহস্য মাঝে "! সত্যি তিনি আছেন আমাদের কাছে রহস্যের মতন।অমৃতের পিপাসা মেটানোর জন্যে সেই হেতু জীবনের একটি মূল্য আছে, মর্যাদা ও সুষমা আছে।
রবিঠাকুরের সারা জীবনের একটাই চাওয়া : " চরণ ধরিতে দিয়ো গো আমারে , নিয়ো না সরায়ে ।
জীবনমরণ সুখদুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে " ।
No comments