Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"অক্ষরভূমি" প্রকাশ ও সাহিত্য সভা

"অক্ষরভূমি" প্রকাশ ও সাহিত্য সভা
"অক্ষরভূমি" প্রকাশ ও সাহিত্য সভা  সুস্থ সংস্কৃতি বার্তা দিয়ে বর্তমান ছাত্র সমাজ মোবাইলকে দূরে রেখে বই পড়ার আহ্বান জানালেন অক্ষরভূমি পত্রিকার সম্পাদক সুরজিৎ গুছাইত। আজ হলদিয়া …

      


"অক্ষরভূমি" প্রকাশ ও সাহিত্য সভা


"অক্ষরভূমি" প্রকাশ ও সাহিত্য সভা

  সুস্থ সংস্কৃতি বার্তা দিয়ে বর্তমান ছাত্র সমাজ মোবাইলকে দূরে রেখে বই পড়ার আহ্বান জানালেন অক্ষরভূমি পত্রিকার সম্পাদক সুরজিৎ গুছাইত। আজ হলদিয়া দেউলপোতা মিলন তীর্থ গৃহে প্রায় শতাধিক কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার এবং বিভিন্ন কারখানার শিল্প আধিকারিকদের উপস্থিতিতে অক্ষরভূমি প্রকাশ সাহিত্য সভা ও কিছু কথা পরিবেশিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/mQYNPOj1CQ8


 সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অক্ষরভূমি পত্রিকার সম্পাদক সুরজিৎ গুছাইত তিনি বলেন বর্তমান ছাত্রসমাজের অবক্ষয় হচ্ছে । তারা মোবাইলের আসক্ত হচ্ছে । কারন হাতের মুঠোয় সবকিছু পেয়ে যাচ্ছে। তাই বই পড়া কমে যাচ্ছে। বই পড়তে হবে অধ্যায়ের করতে হবে। আর সেজন্যই অক্ষরভূমি প্রকাশ আমি করলাম। তিনি আরো বলেন আগামী দিনে বিভিন্ন হারিয়ে যাওয়া বিভিন্ন তথ্য দিয়েই বই প্রকাশ করব। এই বই প্রকাশে প্রায় শতাধিক কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার কলম ধরেছেন। আগামী দিনে হারিয়ে যাওয়া তথ্য নিয়ে আমরা বইপ্রকাশ করব নিশ্চয়ই আশা করব সকলেই কলম ধরে পত্রিকা কে সমৃদ্ধ করবেন।


No comments