Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নজরুল জন্ম জয়ন্তী উদযাপিত হলো সৌম্যশ্রী আট এন্ড কালচারাল একাডেমি

৩২ তম বর্ষে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন একতা, অখণ্ডতা, শান্তি ,জাতীয় বোধ ,মৈত্রী সম্প্রীতি বজায় রাখতেই সৌম্যশ্রী আর্ট অ্যান্ড কালচার একাডেমি উদ্যোগে ৩২ তম বর্ষে রবীন্দ্র ,নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়।ভিডিও দেখতে ক্লিক কর…

 


৩২ তম বর্ষে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন একতা, অখণ্ডতা, শান্তি ,জাতীয় বোধ ,মৈত্রী সম্প্রীতি বজায় রাখতেই সৌম্যশ্রী আর্ট অ্যান্ড কালচার একাডেমি উদ্যোগে ৩২ তম বর্ষে রবীন্দ্র ,নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/T7BK0auo4mg

হলদিয়া মহকুমার অন্তর্গত মহিষাদল বিধানসভার এলাকায় সৌম্যশ্রী আর্ট অ্যান্ড কালচারা একাডেমি অবস্থিত । সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাডেমীর ছাত্র-ছাত্রীদের জন্মদিন উদযাপিত হয়। বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে একাডেমিতে। বিভিন্ন কর্মসূচি ইনডোর এবং আউটডোর পালিত হয় ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে। আজ অ্যাকাডেমির প্রায় ২৫ জন ছাত্রছাত্রী জন্মদিন উদযাপিত হল, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলিত করে, কেক কেঁটে এবং বটবৃক্ষে জল প্রদানের মধ্য দিয়ে। সকাল থেকে চলে অঙ্কন প্রতিযোগিতা প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের নিয়ে রবীন্দ্র এবং নজরুল উপর ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিগত বছরের ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছেন তাদেরকে আজ সৌম্যশ্রী আর্ট অ্যান্ড কালচার আয়োজিত  সম্বর্ধনা সভা করা হয় । উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভা বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন সৌম্যশ্রী আর্ট অ্যান্ড কালচার একাডেমির কর্ণধার শরনেন্দু শেখর দাস।

No comments