Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌর এলাকায় এলেন চলচ্চিত্রে দুই নায়িকা নয়না দাস বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তিকা!

হলদিয়া পৌর এলাকায়  এলেন চলচ্চিত্রে দুই নায়িকা নয়না দাস বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তিকা!

হলদিয়া পৌর এলাকায়  এলেন নয়না দাস বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তিকা!নারী ও শিশু সমাজকল্যাণ পর্ষদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল অঙ্…

 



হলদিয়া পৌর এলাকায়  এলেন চলচ্চিত্রে দুই নায়িকা নয়না দাস বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তিকা!



হলদিয়া পৌর এলাকায়  এলেন নয়না দাস বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তিকা!

নারী ও শিশু সমাজকল্যাণ পর্ষদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল অঙ্গনওয়াড়ি স্কুলগুলি পরিদর্শন করেন।

নারী ও শিশু সমাজ কল্যাণ পর্ষদের রাজ্যের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল হলদিয়া পৌর এলাকায় অঙ্গনওয়াড়ি স্কুলগুলি পরিদর্শন করেন। রাজ্য বিধানসভার (আইসিডিএস) স্ট্যান্ডিং কমিটির ১৭ জন প্রতিনিধি হলদিয়া পৌর এলাকার বিভিন্ন অঙ্গনওয়াড়ি স্কুলে পরিদর্শন করেন। এই স্ট্যান্ডিং কমিটির মধ্যে ছিলেন নয়না দাস বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা ব্যানার্জি তাপসী মন্ডল সহ অন্যান্য। হলদিয়া পৌর এলাকায় এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। হলদিয়া পৌর এলাকার ১৯ নম্বর এবং ২৫ নম্বর ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি স্কুলগুলি পরিদর্শন করেন। কমিটির সকল সদস্যরা অঙ্গনওয়াড়ি স্কুলের শিশু এবং তাদের মায়েদের সঙ্গে কথা বলেন স্কুলের কি সমস্যা রয়েছে সেগুলি খতিয়ে দেখেন।

প্রসঙ্গত, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইসিডিএস) এটি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প যা ছয় বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের জন্য পুষ্টি স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতি করে। এটি 1975 সালে চালু হয়েছিল এবং এর মূল লক্ষ্য হলো শিশু মৃত্যু এবং অপুষ্টি হ্রাস করা এবং শিশুদের সঠিক মানসিক শারীরিক এবং সামাজিক বিকাশে সাহায্য করা। 

এই প্রকল্পে মূল কি কি করানো হয়- শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি করা । শিশুদের  প্রাক- বিদ্যালয় শিক্ষা প্রদান করা। শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা করানো। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সহায়তা করা। শিশু ও তাদের মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরি করা । শিশুদের মৃত্যুহার অসুস্থতা ও অপুষ্টির কমাতে সাহায্য করা।


No comments