কাজ না করিয়েই ঠিকাদারকে পেমেন্টের অভিযোগ নন্দীগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে!সরকারি কাজ না করেই ঠিকাদারকে পেমেন্ট করার অভিযোগ উঠল নন্দীগ্রাম-১ ব্লকের বিজেপি পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা এ …
কাজ না করিয়েই ঠিকাদারকে পেমেন্টের অভিযোগ নন্দীগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে!
সরকারি কাজ না করেই ঠিকাদারকে পেমেন্ট করার অভিযোগ উঠল নন্দীগ্রাম-১ ব্লকের বিজেপি পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা এ নিয়ে বিডিও-র দ্বারস্থ হলেন। বিডিও সৌমেন বণিক বলেন, আমি অভিযোগ পেয়েছি। এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।সোমবার নন্দীগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য শেখ মাসুদ, তুলিরানি দাস, শামিম আক্তার বিবি, বাইদুল ইসলাম প্রমুখ পাঁচ দফা অভিযোগ লিখিত ভাবে বিডিওকে দেন। তাঁদের অভিযোগের তির মূলত ওই পঞ্চায়েতের প্রধানের দিকে। তাঁরা জানিয়েছেন, নন্দীগ্রাম ৭ নম্বর সংসদে ড্রেনের কাজ হয়নি। তা সত্ত্বেও ঠিকাদারকে ১ লক্ষ ৮১ হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। চলতি মাসেই ওই পেমেন্ট হয়েছে। এছাড়াও ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যক্তিগত সাবমার্সিবল পাম্প বসানোর জন্য পাঁচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরকম অন্তত ৫০ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অথচ, ওই টাকা পঞ্চায়েতের তহবিলে জমা পড়েনি।তাঁদের আরও অভিযোগ, জন্ম-মৃত্যুর সার্টিফিকেট সংশোধন করার জন্য টাকা নেওয়া হচ্ছে। সেই টাকা পঞ্চায়েতের তহবিলে জমা পড়ছে না। পূর্তদপ্তরের জায়গায় উপর টাকা বিনিময়ে দোকানপাট ও স্টল বসানো হচ্ছে বলেও বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছে। আজ, মঙ্গলবার নন্দীগ্রাম-১ বিডিও এলাকায় যাবেন বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, বিজেপি পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ত। আমাদের পঞ্চায়েত সদস্যরা এনিয়ে নির্দিষ্ট অভিযোগ এনেছেন। আশাকরি, ব্লক প্রশাসন পদক্ষেপ করবে।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, কাজ না করে টাকা পেমেন্ট করার ঘটনা একপ্রকার অসম্ভব। কারণ, এই প্রক্রিয়ার সঙ্গে পঞ্চায়েত কর্মীরা জড়িয়ে থাকেন। নির্মাণ সহায়ক কাজ পরিদর্শন করে রিপোর্ট দিলে তবেই এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও প্রধান টাকা ছাড়েন।
এনিয়ে নন্দীগ্রামের বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য সুদীপ পাত্র বলেন, অন্য একটি কাজের পেমেন্ট করতে গিয়ে ভুলবশত আইডি বদল হয়ে এটা হয়েছে। তৃণমূল এটাকে ইস্যু করতে চাইছে। পঞ্চায়েত প্রধান লক্ষ্মীকান্ত জানাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি।
No comments