Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭০টি পরিবারকে জমির পাট্টা বিলি সুতাহাটায়

৭০টি পরিবারকে জমির পাট্টা বিলি সুতাহাটায়
 সোমবার বিকালে ২ ঘটিকায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির উদ্যোগ বিলি হলো জমির পাট্টা। ঊর্ধ্ব মাল, শ্রীধরপুর, ফিঙ্গা, আতাফলা, গুয়াবেড়িয়া, বেগুনা বেড়িয়া, বলরামপুর, টাবাখালি গ্রামের মানুষেরা পাট্টা পা…

 




৭০টি পরিবারকে জমির পাট্টা বিলি সুতাহাটায়


 সোমবার বিকালে ২ ঘটিকায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির উদ্যোগ বিলি হলো জমির পাট্টা। ঊর্ধ্ব মাল, শ্রীধরপুর, ফিঙ্গা, আতাফলা, গুয়াবেড়িয়া, বেগুনা বেড়িয়া, বলরামপুর, টাবাখালি গ্রামের মানুষেরা পাট্টা পায়, বন ও ভূমি কর্মদক্ষ সৈয়দ আমজাদ হোসেন বলেন সুতাহাটা ব্লকের স্থায়ী সমিতির সহযোগিতায় ১৪০ জনকে পাট্টা দেওয়া হয়েছে, তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভূমিহীন দুঃস্থ মানুষ দের ভূমি দেবেন, যাতে সাধারণ মানুষ উপকৃত হয়। সেই কথা মাথায় রেখে সুতাহাটা ব্লকের স্থায়ী সমিতি সোমবার বিকেল ২ ঘটিকায় ১৪০ জন কে জমির পাট্টার শংসাপত্র তুলে দেন সভা কক্ষে। এতে ৭০ টি পরিবার উপকৃত হবে বলে তিনি জানান, এই পাট্টা বিলির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছিল তিনি দায়িত্ব পাওয়ার পরই তৎপরতার সঙ্গে এই কাজ সমাপ্ত করে, যে কয়েকটি আবেদনপত্র জমা পড়েছে তা পরবর্তী সময় দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তিনি, উপস্থিত ছিলেন বিডিও দেবলীনা দাস, জেলা পরিষদের ভূমি কর্মদক্ষা অভয়া দাস, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র সহ অনেকে।

No comments