বর্ষার জলনিকাশীর দাবীতে কৃষক সভাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আসন্ন বর্ষার পূর্বে দেহাটি-দেনান-টোপা ড্রেনেজ-চাপদা গাজই প্রভৃতি খালগুলিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার,খালগুলির উপর ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশ বাঁধগুলি অপসারণ,…
বর্ষার জলনিকাশীর দাবীতে কৃষক সভা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আসন্ন বর্ষার পূর্বে দেহাটি-দেনান-টোপা ড্রেনেজ-চাপদা গাজই প্রভৃতি খালগুলিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার,খালগুলির উপর ব্রীজ নির্মাণের জন্য দেওয়া ক্রশ বাঁধগুলি অপসারণ,খালগুলিতে থাকা সমস্ত স্লইশগেট ও কোলাঘাটের দেহাটী লকগেটের সাটারগুলিকে সচল করা,বর্ষার পর-পরই রূপনারায়ণ সহ উপরোক্ত নিকাশী খালগুলি পূর্ণাঙ্গ সংস্কার প্রভৃতি দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের অফিসে পরিষদের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,পরিষদের সহ-সভাপতি কার্তিক চন্দ্র হাজরা। বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সামন্ত, দিলীপ সামন্ত, চন্ডী মাইতি,গোবিন্দ পড়িয়া প্রমূখ। সভা থেকে উপরোক্ত দাবীতে কোলাঘাটের বিডিও এবং পাঁশকুড়া সেচ দপ্তরের এস ডি ও'র নিকট ডেপুটেশন দেওয়ার কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
No comments