Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গ্রীষ্মকালীন সেফটি কিড বিতরণ পুলিশের উদ্যোগে!

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গ্রীষ্মকালীন সেফটি কিড বিতরণ পুলিশের  উদ্যোগে!প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে রোদ্রে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রোদ, বৃষ্টিতে পথ চলতি মানুষদের পথ দেখানোটাই যাদের কাজ সেই সিভিকদের আজ জেলা পুলিশের পক্ষ থেকে ত…

 




পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গ্রীষ্মকালীন সেফটি কিড বিতরণ পুলিশের  উদ্যোগে!

প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে রোদ্রে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রোদ, বৃষ্টিতে পথ চলতি মানুষদের পথ দেখানোটাই যাদের কাজ সেই সিভিকদের আজ জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে দেওয়া হলো ছাতা, জলের বোতল, গ্লুকোজ, সোলার ফ্যান লাগানো হেলমেট, লাইট , চশমা, তোয়ালা।  নন্দকুমার দীঘা মোড়, শিল্প শহর হলদিয়া প্রবেশ দ্বার সিটি সেন্টার এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌম্যদ্বীপ ভট্টাচার্য্য, অ্যাডিশনাল এসপি নিখিল আগর ওয়াল, অ্যাডিশনাল এসপি ট্রাফিক শ্যামল কুমার মন্ডল, এস ডি পি ও তমলুক আফজন আবরার, ডি এস পি ট্রাফিক চম্পক রঞ্জন চৌধুরী, টি  পি আই পূর্ব মেদিনীপুর মলয় মন্ডল , সংশ্লিষ্ট বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক গন, নন্দকুমার থানা ট্রাফিক এস আই সুশান্ত প্রামাণিক, হলদিয়া এসটিজি সাব ট্রাফিক  বঙ্কিম প্রধান প্রমুখ।

No comments