যথাযোগ্য মর্যাদায় পূর্ব মেদিনীপুরে ১৩৯ তম ঐতিহাসিক মে দিবস উদযাপনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ১লা মে,২০২৫ যথাযোগ্য মর্যাদায় ১৩৯ তম মে দিবস পালন করল এস ইউ সি আই(কমিউনিস্ট)দল ও শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি। সংগঠন দুটির উদ…
যথাযোগ্য মর্যাদায় পূর্ব মেদিনীপুরে ১৩৯ তম ঐতিহাসিক মে দিবস উদযাপন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ১লা মে,২০২৫ যথাযোগ্য মর্যাদায় ১৩৯ তম মে দিবস পালন করল এস ইউ সি আই(কমিউনিস্ট)দল ও শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি। সংগঠন দুটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাসস্ট্যান্ড,কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক,দেউলিয়া,পাঁশকুড়া,ভোগপুর,তমলুক,হলদিয়া,ময়না,কাঁথি সহ বিভিন্ন স্থানে শহীদবেদী স্থাপন করে মাল্যদান,ব্যাজ পরিধান ও সভা অনুষ্ঠিত হয়। তমলুকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি। এ আই ইউ টি ইউ সির পক্ষ থেকে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের মুল গেট ও পাঁশকুড়া স্টেশন বাজারে,হোসিয়ারী মজদুর ইউনিয়নের পক্ষ থেকে দেউলিয়া বাজারে,তমলুক থানা লোডিং আনলোডিং ইউনিয়নের পক্ষ থেকে নাইকুড়ির নিমতলা ও ময়নায় সকালে ঐতিহাসিক মে দিবস পালিত হয়। পাঁশকুড়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সি'র জেলা সভাপতি সমরেন্দ্র নাথ মাজী।
বিকালে তমলুকের মানিকতলার সভায় মূল বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র রাজ্য নেতা জ্ঞানানন্দ রায়। এবং মেচেদার পাঁচমাথা মোড়ের সভায় বক্তব্য রাখেন এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের জেলা কমিটির সদস্য স্বপন জানা। কাঁথির সভায় বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি'র জেলা সম্পাদক মধুসূদন বেরা।
নেতৃবৃন্দ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রম কোড বাতিল সহ শ্রমিকস্বার্থবিরোধী বিভিন্ন নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আগামী ২০শে মে ওই দাবীতে সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতেও সমস্ত স্তরের শ্রমজীবী মানুষকে এগিয়ে আসাতে অনুরোধ করেন।
No comments