পটাশপুর 2 ব্লকে 2 কোটি টাকা ব্যায় তৈরী হলো ৭৬ বছরের প্রতাপদিঘী শ্রীশ্রী শান্তীশ্বরী কালী মন্দির!
পটাশপুর 2 ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদিঘি গ্রামে প্রায় 2 কোটি টাকা ব্যায়ে তৈরী হলো 76 বছরের বেশি প্রাচীন প্রতাপদ…
পটাশপুর 2 ব্লকে 2 কোটি টাকা ব্যায় তৈরী হলো ৭৬ বছরের প্রতাপদিঘী শ্রীশ্রী শান্তীশ্বরী কালী মন্দির!
পটাশপুর 2 ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপদিঘি গ্রামে প্রায় 2 কোটি টাকা ব্যায়ে তৈরী হলো 76 বছরের বেশি প্রাচীন প্রতাপদিঘী শ্রীশ্রী শান্তীশ্বরী কালী মন্দির।
সাড়ম্বরে 30 শে এপ্রিল নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা হয়। সকাল থেকে শুরু হয় হোম যোজ্ঞ, তারপর বিকালে ধর্মালোচনা চলে। উপস্থিত ছিলেন একব্রতানন্দজী মহারাজ ।
কিংকর নামানন্দ মহারাজ ( পুরী ) অধ্যক্ষ।স্বামী শ্রদ্ধাময়ানন্দ সাধারণ সম্পাদক। শ্রী জগদীশ চন্দ্র মিশ্র ( খড়্গ পুর আই আই টি )প্রাত্তন অধ্যাপক, শ্রী চৈতন্যময় নন্দ,ভক্তিশাস্ত্রী।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তিগন। এই মন্দিরটি প্রথম স্থাপিত হয় ইং 1949 সালে। শুরুতে ছিল মাটির খড়ের বাড়ি। তারপর শ্রী শ্রী শান্তীশ্বরী কালী মন্দির ও হরি মন্দির চ্যারিটেবল ট্রাস্ট তৈরী করে নতুন ভাবে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরী হলো পূর্ব মেদিনীপুর জেলার বৃহত্তম কালী মন্দির। দ্বিতীয় দিনে এলাকার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেয় জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। সাথে উপস্থিত ছিলেন বিডিও শঙ্খ ঘটক, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি সহ অন্যান্যরা। এদিন রাত্রে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্দির উদ্বোধনকে উৎসবের চেহারা নিয়েছে পটাশপুর এলাকা।
No comments