Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাই কোর্টের ২১ জন বিচারপতির বদলির সুপারিশ করল কলেজিয়াম, কলকাতায় আসতে পারেন দু’জন!

হাই কোর্টের ২১ জন বিচারপতির বদলির সুপারিশ করল কলেজিয়াম, কলকাতায় আসতে পারেন দু’জন!সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম মঙ্গলবার কেন্দ্রের কাছে বিভিন্ন হাই কোর্টের মোট ২১ জন বিচারপতিকে বদলির সুপারিশ করেছ…

 




হাই কোর্টের ২১ জন বিচারপতির বদলির সুপারিশ করল কলেজিয়াম, কলকাতায় আসতে পারেন দু’জন!

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম মঙ্গলবার কেন্দ্রের কাছে বিভিন্ন হাই কোর্টের মোট ২১ জন বিচারপতিকে বদলির সুপারিশ করেছে।নতুন দু'জন বিচারপতি নিয়োগ হতে পারে কলকাতা হাই কোর্টে। তেলেঙ্গানা এবং গুয়াহাটি হাই কোর্ট থেকে দুই বিচারপতিকে কলকাতায় পাঠানোর জন্য মঙ্গলবার কেন্দ্রের কাছে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম মঙ্গলবার কেন্দ্রের কাছে বিভিন্ন হাই কোর্টের মোট ২১ জন বিচারপতিকে বদলির সুপারিশ করেছে। তেলেঙ্গানা হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং গুয়াহাটি হাই কোর্টের বিচারপতি লানুসাংকুম জামিরকে কলকাতা হাই কোর্টে বদলি করার সুপারিশ রয়েছে এর মধ্যে।কলেজিয়ামের প্রস্তাবে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিলে দু’জন নতুন বিচারপতি পাবে কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত, প্রধান বিচারপতি গবইয়ের নেতৃত্বাধীন কলেজিয়াম সোমবার কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিশ্নোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি এএস চন্দুরকরকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করেছিল।

No comments