Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া থেকে নেপাল যাওয়ার পথে উধাও কয়লাবোঝাই তিনটি ট্রাক

হলদিয়া থেকে নেপাল যাওয়ার পথে উধাও কয়লাবোঝাই তিনটি ট্রাক হলদিয়া বন্দর থেকে নেপাল যাওয়ার পথে তিনটি ট্রাক ১০০ টন দামি বিদেশি কয়লা নিয়ে মাঝপথ থেকে উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত মার্চ মাসের শেষের দিকে ওই তিনটি ট্রাক পর …

 



হলদিয়া থেকে নেপাল যাওয়ার পথে উধাও কয়লাবোঝাই তিনটি ট্রাক

 হলদিয়া বন্দর থেকে নেপাল যাওয়ার পথে তিনটি ট্রাক ১০০ টন দামি বিদেশি কয়লা নিয়ে মাঝপথ থেকে উধাও হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত মার্চ মাসের শেষের দিকে ওই তিনটি ট্রাক পর নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল। তারপর প্রায় ৪০দিন কেটে গেলেও ট্রাকগুলির কোনও হদিশ মেলেনি। শেষে কয়লা আমদানিকারী নেপালি সংস্থা হলদিয়া পুলিসের দ্বারস্থ হয়। ওই নেপালি সংস্থা হলদিয়া থানায় তাদের লক্ষ লক্ষ টাকার পণ্য চুরি এবং বৈদেশিক চুক্তি লঙ্ঘন নিয়ে অভিযোগ দায়ের করেছে।এদিকে হলদিয়া বন্দর থেকে বেরিয়ে লাগাতর পণ্যবাহী গাড়ি ছিনতাই, পণ্য চুরির অভিযোগ নিয়ে কার্যত নাজেহাল পুলিস প্রশাসন। হলদিয়া মহকুমার তিন থানা এলাকায় গত চার মাসে ছ'টি পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের অভিযোগ হয়েছে। গত ২৮ জানুয়ারি হলদিয়ার ভবানীপুর এলাকা থেকে বিহার যাওয়ার পথে মাঝ রাস্তায় উধাও হয়ে গিয়েছিল ৪৪ লক্ষ টাকার ভোজ্য তেলবোঝাই ট্রাক। এরপর ২৩ মার্চ হলদিয়া থেকে উত্তরপ্রদেশের বারানসী যাওয়ার পথে মাঝ রাস্তায় উধাও হয়ে গিয়েছিল প্রায় ৪৩ লক্ষ টাকার দামি ব্যাটারিবোঝাই ট্রাক। ওই ঘটনার পর সম্প্রতি অসমের কোক কয়লা বোঝাই ট্রাক উধাও হওয়ার ঘটনায় ট্রান্সপোর্ট সংস্থা সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করে। এবার ফের হলদিয়া বন্দর থেকে তিনটি ট্রাক প্রতিবেশী রাষ্ট্র নেপালে পণ্য নিয়ে যাওয়ার সময় মাঝপথ থেকে উধাও হয়েছে বলে অভিযোগ। চারটি ঘটনায় মাত্র একটি ক্ষেত্রে পুলিস একজনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকিগুলির কোনও কিনারা করতে পারেনি পুলিস।পুলিস সূত্রে জানা গিয়েছে, নেপালের কাঠমান্ডুর একটি সংস্থা ইন্দোনেশিয়া থেকে স্টিম কয়লা হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি করেছিল। হলদিয়ার দুর্গাচকে ওই সংস্থার অফিস রয়েছে। নেপালে কয়লা নিয়ে যাওয়ার সময় তিনটি ট্রাক হঠাৎ গায়েব হয়ে গিয়েছে বলে সংস্থার অভিযোগ। তিনটি ট্রাকে ১০৭ টন বিদেশি কয়লা ছিল। তার দাম কয়েক লক্ষ টাকা বলে দাবি ওই সংস্থার। জানা গিয়েছে গত ২৬ ও ২৭ মার্চ দু'দিন ধরে কয়লা লোডিংয়ের পর ট্রাক তিনটি রওনা দেয়। সাত দিনের মধ্যে গন্তব্যে পৌঁছনোর কথা ছিল। কিন্তু, ৪০দিন পরও ট্রাকগুলি পৌঁছয়নি।এরপর ট্রান্সপোর্টার, ট্রাকগুলির মালিক ও চালকদের বিরুদ্ধে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই নেপালি সংস্থা। তাদের অভিযোগ, ট্রাক মালিক ইচ্ছাকৃতভাবে পণ্যসহ গাড়ি আটকে রেখে ৩০-৩২ লক্ষ টাকা দাবি করছে। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, একটি নেপালি সংস্থা তাদের পণ্য সহ ট্রাক উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছে। ওই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিস ওই ট্রাকগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

No comments