১৬৫ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হলো শিল্প শহরের শতকন্ঠে রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে!আজ পঁচিশে বৈশাখ ৯ই মে শুক্রবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হল বিভিন্ন জায়গা সকালে প্রভাত ফেরী এবং রবীন্দ্র সংগীত…
১৬৫ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হলো শিল্প শহরের শতকন্ঠে রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে!
আজ পঁচিশে বৈশাখ ৯ই মে শুক্রবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হল বিভিন্ন জায়গা সকালে প্রভাত ফেরী এবং রবীন্দ্র সংগীত রবীন্দ্র নৃত্যের মধ্য দিয়ে।
টাউনশিপ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে ১৬৫ তম রবীন্দ্রজয়ন্তী সকালে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে রবীন্দ্র মূর্তি এবং শহরের বিভিন্ন মনীষীদের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে ।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে..... রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব কমিটির সম্পাদক সুদর্শন দাস বলেন দিনে দিনে বিকৃত সংগীত পরিবেশিত হচ্ছে। সেই বিকৃত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন যাতে না হয় তারই জন্যই আমাদের এই উদ্যোগ। শত কন্ঠে রবীন্দ্র সংগীত গেয়ে বললেন বাড়বাজিৎপুর যতীন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত তিনি বলেন বর্তমান নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হচ্ছেন। রবীন্দ্রসংগীত বিকৃত হয়ে যাচ্ছে। আজকের হলদিয়া রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব কমিটি আমাদের সকলের উপস্থিতিতে শতকণ্ঠে রবীন্দ্রনাথ সংগীত গেয়ে আমরা এই বার্তা দিতে চাই সুস্থ-সংস্কৃতি বজায় রাখতে রবীন্দ্র সংগীত সঠিক সুরে পরিবেশিত করা বিকৃত কোন সুরে নয়। সংগীত শিল্পী তরুণ মাইতি বলেন বর্তমান সমাজে যারা বিকৃত করছে রবীন্দ্র সংগীত তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
No comments