রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল বাড় বাসুদেবপুর এবং চকলালপুর গ্রামের মাঝামাঝি যে কালভার্ট থেকে পোস্ট অফিসের দিকে আসতে ১০০ ফুটের মাঝেই এই দুর্ঘটনা ঘটেছে। ভিডিও দেখতে ক্লিক করু…
রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২
হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল বাড় বাসুদেবপুর এবং চকলালপুর গ্রামের মাঝামাঝি যে কালভার্ট থেকে পোস্ট অফিসের দিকে আসতে ১০০ ফুটের মাঝেই এই দুর্ঘটনা ঘটেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/SHv2Cz8Fp8A
এই দুর্ঘটনা ঘটার সময় হলদিয়া ব্রজলাল চক থেকে চৈতনপুর আলো জ্বললেও ওই জায়গাটি আলো বন্ধ ছিল বলে সূত্রের খবর। প্রায় ঐ এলাকায় আলো বন্ধ থাকে মানুষের দাবি। জানা যায় ঐ এলাকায় মাঠ থেকে মাটি রাতের অন্ধকারে ডাম্পার করে মাটি নিয়ে যাওয়া হয়। আজকের এই দুর্ঘটনা নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কারণ ঐ এলাকায় এক্সিডেন্ট হয়েছে খবর পেয়েই বাড়বাজিতপুর পেট্রোল পাম্পের কাছেই পুলিশ ব্যারিকেট করে ওই গাড়িকে ধরার জন্য । পুলিশ দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময় কিন্তু গাড়ি এলোনা। তাহলে সকলের প্রশ্ন ওই ঘাতক গাড়িটি গেল কোথায়। যে ধরনের দুর্ঘটনা ঘটেছে যদি প্রাইভেট কার ধাক্কা মারে তাহলে তার সামনে কিছু ক্ষয়ক্ষতি হবে অথবা ওই রাস্তা থেকে বেরিয়ে আইলে পেট্রোল পাম্পে ব্যারি কেট ওই ঘাতক গাড়িটিকে ধরা যেত। কিন্তু ওই ঘাতক গাড়িটি এলোনা অনেকেই বলছেন দুর্ঘটনা স্থলে থেকে পঞ্চাশ ফুট দূরেই মাঠ থেকে মাটি কাটা ডাম্পার চলে তাহলে কি ওই ডাম্পারের রাস্তা য় ওই গাড়িটি নেমে গিয়েছে। তাহলে কি কোন প্রাইভেট কার এই দুর্ঘটনা ঘটিয়েছে না ডাম্পার সবটাই ধোঁয়াশা। দুর্ঘটনা স্থলের ১০০ ফুটের মধ্যেই রয়েছে একটি দোকানের শোরুম নিশ্চয়ই ওখানে সিসি ক্যামেরা রয়েছে। তাহলে সিসি ক্যামেরা চেক করলেই ওই ঘাতক গাড়িটিকে ধরা যাবে। তবে ওই এলাকার মানুষের দাবি রাত্রে করে মাটি কাটা গাড়ি চলে রাস্তায় অনেক সময় নরম মাটি পরে থাকে তার ফলেই একটু বৃষ্টি হলে রাস্তা খুব স্লিপার হয়ে যায়। তার ফলেই এই ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে তবে সবটাই এখন সিসি ক্যামেরা উপর নির্ভর করবে প্রকৃত ঘাতক গাড়িটি কোথায় গেল। সূত্রে জানা যায় চৈতন্যপুর থেকে আসার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বাইক চালকের পিছনে একটি একজন ভদ্রমহিলা বসেছিলেন রাস্তার উপরেই দুজনের পড়েছিলেন এবং অনেকটা দূরেই মোটরবাইক পড়েছিল ওই মেয়েটি খুবই গুরুতর জখম হয়েছেন ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ এসে অ্যাম্বুলেন্স করে দুজনকেই হাসপাতালে নিয়ে গেছেন বলে সূত্রে জানা যায়। এই ঘটনা তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments