Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই "প্রত্যাশায়" মানব সেবায় হোমযজ্ঞ!

শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই "প্রত্যাশায়" গৃহে মানব সেবায় হোমযজ্ঞ!ভারতীয় মজদুর সংঘ হলদিয়া পোর্ট শাখার উদ্যোগে হলদিয়া য় ভারতীয় মজদুর সংঘের নতুন ভবন "প্রত্যাশা" উদ্বোধন অনুষ্ঠিত হবে।ভিডিও দেখতে ক্লিক…

 



 শ্রমিকদের প্রত্যাশা পূরণের জন্যই "প্রত্যাশায়" গৃহে মানব সেবায় হোমযজ্ঞ!

ভারতীয় মজদুর সংঘ হলদিয়া পোর্ট শাখার উদ্যোগে হলদিয়া য় ভারতীয় মজদুর সংঘের নতুন ভবন "প্রত্যাশা" উদ্বোধন অনুষ্ঠিত হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/w9sSoFcnO9U


 সকাল থেকে প্রত্যাশার গৃহপ্রবেশ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। তারই সাথে হরি মন্দির প্রতিষ্ঠা এবং নাম সংকীর্তন। রাত কাটলেই ৬ ই মে প্রত্যাশা গৃহপ্রবেশ উপলক্ষে নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও উপস্থিত থাকবেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক সভাপতি এবং জেলার নেতৃত্ববৃন্দ। জানালেন  ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন হলদিয়া শ্রমিক শ্রেণীর মঙ্গল কামনায়  সকাল থেকেই শুরু হয়েছিল মহাযজ্ঞ । এই মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রায় ১০০ কেজি কাঠ এবং ৫০ কেজি ঘি আহুতি দেওয়া হয়। এবং ৬ ই মে এই প্রত্যাশা গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন বেনারস থেকে সানাইবাদক । সানাইয়ের শুরের মুর্ছনায় ভরে উঠবে প্রত্যাশা নতুন গৃহ। শ্রমিক শ্রেণীর প্রত্যাশা পূরণের জন্য এই অফিস।এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে সাদর আহ্বান জানালেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। শ্রমিকদের নিজস্ব কোন অফিস ছিল না হলদিয়া পোর্ট বন্দর ইউনিটের উদ্যোগেই এই অফিস সারা জেলার শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য এই অফিস থেকে আইনি পরামর্শ সাথে সাথে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা চোখের পরীক্ষা বিভিন্ন কর্মসূচি পালিত হবে। তিনি বললেন এই অফিসে প্রথম কাজ আমাদের হলদিয়া বন্দরের ড্রেজিং টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছেন সেই টাকা যাতে চালু হয় এবং নিয়মিত ড্রেজিং যাতে  হয় তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব।

No comments