পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলার একাদশতম দ্বিবার্ষিক সম্মেলন!পূর্ব মেদনীপুর জেলার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি একাদশতম দ্বি বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় চকদ্বীপা হাই স্কুল। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি মুস্তাফা…
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলার একাদশতম দ্বিবার্ষিক সম্মেলন!
পূর্ব মেদনীপুর জেলার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি একাদশতম দ্বি বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় চকদ্বীপা হাই স্কুল। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি মুস্তাফা সরকার তিনি বলেন বর্তমান রাজ্য সরকারের খামখেয়ালী পনার জন্য প্রায় ২৬ হাজার শিক্ষক আজ কর্মচ্যুত।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/IiFhHSzLsl8
আজকের এই সম্মেলন থেকে দাবি যোগ্য শিক্ষকদের কাজে পুনর্বহাল করা শিক্ষা মানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। রাজ্যের প্রায় জেলাগুলি শিক্ষক না থাকায় বেহাল হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। সরকারের মদনপুষ্ট শিক্ষক হওয়ার ফলে অনেক স্কুলেই ছাত্র থেকে শিক্ষক সংখ্যা বেশি। এই বিষয়গুলি মূলত আমাদের দাবি। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ বলেন আমরা প্রায় ৩৪ টি দাবি আজকের এই সম্মেলন মঞ্চ থেকে করছি রাজ্য সরকারের কাছে। তার সঙ্গে সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত করা যোগ্য শিক্ষকদের কাছে পুনর্বহাল করা সহ একাধিক দাবি আমাদের মধ্যে রয়েছে। অভ্যর্থনা কমিটির সম্পাদক ও উপদেষ্টা কমিটির সদস্য অসীম কুমার মাইতি বলেন আজকের এই জেলা সম্মেলনে প্রায় ২০০ জন প্রতিনিধি রয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজানো শিক্ষায় দুর্নীতি মুক্ত করা এবং যোগ্য শিক্ষকদের পুনর্বহালের দাবি নিয়ে আমাদের এই সম্মেলন। এই মঞ্চ থেকে প্রায় ৩৪ টি দাবি পক্ষে সমর্থন করা হয়েছে। জেলা সম্মেলনকে সামনে রেখে হলদিয়া মহকুমার এলাকায় মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা সফল হয়েছিল সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তাদের কে সংবর্ধিত করা হয় পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চকদ্বীপা হাইস্কুলে অনুষ্ঠানের মধ্যে হয় ।বাড়সুন্দরা হাইস্কুলের 2024 সালের মাধ্যমিক সর্বোচ্চ নাম্বার প্রথম স্থান সৌম্য অধিকারী ,দ্বিতীয় স্থান রহিত মান্না,তৃতীয় স্থান অনিক সাঁতরা, সম্মেলন শেষে আনকো আলো পত্রিকার সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
No comments