Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গাচকে সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স সুপার মার্কেট নিয়ে জরুরি বৈঠক করল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ

দুর্গাচকে সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স সুপার মার্কেট নিয়ে জরুরি বৈঠক করল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ!দুর্গাচকে সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স সুপার মার্কেট নিয়ে জরুরি বৈঠক করল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)। এই বাজার কমপ্লেক্সটি উদ্বোধন হ…

 


দুর্গাচকে সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স সুপার মার্কেট নিয়ে জরুরি বৈঠক করল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ!

দুর্গাচকে সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স সুপার মার্কেট নিয়ে জরুরি বৈঠক করল হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ(এইচডিএ)। এই বাজার কমপ্লেক্সটি উদ্বোধন হয়েছিল ১৯৮১ সালের ১৫ সেপ্টেম্বর যার উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ৪৪ বছরের বেশি পুরনো ওই কমপ্লেক্সের কোনও মেরামত হয়নি বলে অভিযোগ। ওই বাণিজ্যিক কেন্দ্রে দোকানপাট ছাড়াও হলদিয়ার অনেকগুলি সরকারি ও বেসরকারি সংস্থার অফিস ও একাধিক ব্যাঙ্ক রয়েছে। এটি হলদিয়ার অফিস পাড়া নামেও পরিচিত। কিন্তু কোনও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কলকাতায় একাধিক বহুতলে সম্প্রতি আগুন লাগার ঘটনার পরই কার্যত নড়েচড়ে বসেছে এইচডিএ কর্তৃপক্ষ। এদিন এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় করের নেতৃত্বে বিভিন্ন অফিসের আধিকারিক, সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয়। এখানে এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর, ভাইস চেয়ারম্যান সাধন জানা, এসডিপিও অরিন্দম অধিকারী, ফায়ারের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বাণিজ্য কেন্দ্রে ৮৫টি স্টল ও অফিস রয়েছে। ওই বিল্ডিংয়েই একসময় এইচডিএর অফিস ছিল। বর্তমানে এসডিপিওর অফিস সহ একাধিক সরকারি সংস্থার অফিস রয়েছে। এইচডিএর চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ওই বিল্ডিং মেরামত হয়নি। এবার ধাপে ধাপে মেরামত ও আধুনিকীকরণের কাজ হবে। বিদ্যুতের তার ও ফায়ারের ব্যবস্থা বিজ্ঞানসম্মতভাবে করা হচ্ছে। সুপার মার্কেট চত্বরে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরদারির জন্য বসছে সিসিটিভি ক্যামেরা। আগুন নেভানোর জন্য জলের দরকার হয়, এজন্য আলাদা পরিকাঠামো হবে। পুলিস, ফায়ার ব্রিগেড ও বাজার কমিটির লোকজনকে রেখে কাজ দেখভালের জন্য একটি কমিটি তৈরি হয়েছে। এদিন ব্যবসায়ীদের মধ্যে যারা দীর্ঘদিন ভাড়া বকেয়া রেখেছে তাদের কড়া বার্তা দিয়েছে এইচডিএ। ইউপি হ্যান্ডলুম দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া রেখেছে। তাদের ৩ লক্ষ ৭০ হাজার টাকা ভাড়া বকেয়া রয়েছে। পয়লা জুনের মধ্যে তাদের ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে এইচডিএ।

No comments