Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেহাল রাস্তা সংস্কারের দাবি করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান!

বেহাল রাস্তা সংস্কারের দাবি করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান!হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বালুঘাটা থেকে নরঘাট ভায়া গঙ্গা মোড় পর্যন্ত বাস পরিসেবার ব্যবস্থা ছিল । ওই রাস্তা দিয়ে হলদিয়ার শ্রমিক অনার্সেই নন্দীগ্রাম, তেরপেখিয়া…

 



বেহাল রাস্তা সংস্কারের দাবি করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান!

হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বালুঘাটা থেকে নরঘাট ভায়া গঙ্গা মোড় পর্যন্ত বাস পরিসেবার ব্যবস্থা ছিল । ওই রাস্তা দিয়ে হলদিয়ার শ্রমিক অনার্সেই নন্দীগ্রাম, তেরপেখিয়া এবং নরঘাট মানুষ যেতে পারত কিন্তু গত দুবছর ধরে ওই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বেহাল রাস্তা সারানোর জন্য হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা ঘোড়াই  সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি উদ্যোগ গ্রহণ করে ইঞ্জিনিয়ার দিয়ে মাপ যোগ করে জেলা পরিষদের জমা দিয়েছেন। এই রাস্তাটি জেলা পরিষদের আর্থিক সহায়তা তৈরি হয়েছিল কিন্তু গত দুবছর ধরে বেহাল রাস্তায় বাস টোটো অটো চলা তো দূরের কথা সাধারণ মানুষ পায়ে হেঁটে চলা ফেরার  অযোগ্য রাস্তা হয়ে হয়েছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি বলেন আমরা এই রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদের কাছে আমরা আবেদন করেছি। এই রাস্তা সংস্কার করার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সব রকমের পরিকল্পনা গ্রহণ করেছেন। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাড় উত্তর হিংলি গ্রাম পঞ্চায়েত প্রধান সংগীতা মেহেতা দাস তিনি অভিযোগ করলেন এই রাস্তাটি বেশিরভাগ বাড়উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে এবং ওই রাস্তার ধারে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কে জানিয়েছি কিন্তু কাজ হয়নি। কারণ শাসক দলের‌ বিরোধী রাজনৈতিক দল পরিচালিত বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত সেজন্যই উন্নয়ন থেকে দূরে রাখার জন্যই এই ধরনের পরিকল্পনা করেছেন শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছি যাতে বালুঘাটা থেকে নরঘাট ভায়া তেরোপেখিয়া রাস্তা দ্রুত সংস্কার করা হয় তার জন্য।

No comments