রাজ্যে নবম স্থান অধিকার করেছেন বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুলের ছাত্র শ্রীমান দ্যুতিময় মণ্ডলসংবাদদাতার ছবি লাল পাল; চৈতন্যপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন (হাই স্কুল) এর পক্ষ থেকে জানাই আ…
রাজ্যে নবম স্থান অধিকার করেছেন বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুলের ছাত্র শ্রীমান দ্যুতিময় মণ্ডল
সংবাদদাতার ছবি লাল পাল; চৈতন্যপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন (হাই স্কুল) এর পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।
সকলের অবগতির জন্য জানাই যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভি এম এ শিক্ষায়তন(হাই স্কুল) এর স্নেহের ছাত্র শ্রীমান দ্যুতিময় মণ্ডল ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করার সৌভাগ্য লাভ করেছে ।
এইজন্য বিদ্যালয়, বিবেকানন্দ মিশন আশ্রম কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির সকল সম্মানীয় সদস্যবৃন্দ, অভিভাবক/অভিভাবিকাবৃন্দ, শ্রদ্ধেয় আচার্য্যবৃন্দ, সকল সহকর্মীবৃন্দ ও সকল স্নেহের ছাত্রকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান ও অভিনন্দন জানাচ্ছেন । দ্যুতিময় মণ্ডল চিকিৎসক হতে চায়। প্রিয় বিষয় গণিত। সাফল্যের পেছনে বাবা মা ও দাদার সহ স্কুলের শিক্ষ শিক্ষিকাদের অবদান রয়েছে। খুশি পরিবার, এলাকার মানুষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা। স্কুলের নজরে ফলাফল
মোট ছাত্র। : ৭৩ জন
স্টার মার্কস পেয়েছে: ৬৩ জন
৬০% এর বেশি : ৭৩ জন
সর্বোচ্চ প্রাপ্ত নম্বর : ৬৮৭
সর্বনিম্ন প্রাপ্ত নম্বর : ৪২৪
শুভেচ্ছান্তে দেবাশিস খাটুয়া প্রধান শিক্ষক শিক্ষায়তন হাইস্কুল
No comments