Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ICSE পরীক্ষায় বাংলা থেকে মেধা তালিকায় জায়গা পেল মেদিনীপুরের মেয়ে আদৃতা মাহাত ও সৃজিতা মন্ডল!

ICSE পরীক্ষায় বাংলা থেকে মেধা তালিকায় জায়গা পেল মেদিনীপুরের মেয়ে আদৃতা মাহাত ও সৃজিতা মন্ডল ! সর্বভারতীয় স্তরে এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে দুই পড়ুয়া।আদৃতা’র বাবা প্রণবেশ মাহাত চন্দ্রকোনা রোডের সারদাময়ী হাই স্কুলের পদ…

 



ICSE পরীক্ষায় বাংলা থেকে মেধা তালিকায় জায়গা পেল মেদিনীপুরের মেয়ে আদৃতা মাহাত ও সৃজিতা মন্ডল ! সর্বভারতীয় স্তরে এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে দুই পড়ুয়া।

আদৃতা’র বাবা প্রণবেশ মাহাত চন্দ্রকোনা রোডের সারদাময়ী হাই স্কুলের পদার্থ বিদ্যা-র শিক্ষক। মা অসীমা মাহাত (পাত্র) গৃহবধূ।মেদিনীপুরের বার্জটাউন এলাকায় বাড়ি। আদৃতা ইংরেজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, পদার্থবিদ্যা১০০, বায়োলজিতে ১০০, রসায়নে ১০০ এবং কম্পিউটার এপ্লিকেশনে ১০০ পেয়েছে

পরীক্ষায় সে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়েছে।

আদৃতা বলে, ‘পড়াশোনার কোন নির্দিষ্ট সময় ছিলনা। পাঁচ থেকে ছ’ঘণ্টা পড়াশোনা করতাম।পদার্থবিদ্যায় বাবা সাহায্য করতেন। তবে, অন্যান্য সাবজেক্টে প্রাইভেট টিউটর ছিলেন। তবে, স্কুলের স্যার-ম্যাডমরা আমাকে অনেকটাই সাহায্য করতেন।’


অপরদিকে সৃজিতা মন্ডল ইংরেজিতে ৯৯, ইতিহাসে ১০০, ভূগোলে ১০০, পদার্থবিদ্যায় ১০০, রসায়নে ১০০, বায়োলজিতে ১০০ পেয়েছে। পরীক্ষায় সৃজিতাও ৫০০ এর মধ্যে ৪৯৯ পেয়েছে। সৃজিতা মেদিনীপুর শহরের বিধাননগরের বাসিন্দা।

বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রিন্সিপাল চন্দা মজুমদার বলেন, ‘প্রতিবছরের ন্যায় এই বছরেও আমাদের স্কুল থেকে ভালো ফলাফল করেছে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে চাই আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের দু’জন পড়ুয়া ৪৯৯ নম্বর পেয়েছে। আদৃতা ছাড়াও সৃজিতা মণ্ডল একই নম্বর পেয়ে স্কুলে শুধু প্রথম নয়,সর্বভারতীয় ও রাজ্যে র‍্যাঙ্ক করেছে’।

No comments