শুভ অক্ষয় তৃতীয়া দীঘা সৈকত শহরে জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠানে পুরীর প্রধান ভবানীপ্রসাদ দত্ত প্রতি কি বললেন শুনলে আপনিও চমকে যাবেন।দিঘার মন্দির জগন্নাথ ধাম অহংকারের বসে করা হয়েছে বলে বললেন পুরীর প্রধান ভবানী প্রাসাদ দৈত্যপতি। …
শুভ অক্ষয় তৃতীয়া দীঘা সৈকত শহরে জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠানে পুরীর প্রধান ভবানীপ্রসাদ দত্ত প্রতি কি বললেন শুনলে আপনিও চমকে যাবেন।
দিঘার মন্দির জগন্নাথ ধাম অহংকারের বসে করা হয়েছে বলে বললেন পুরীর প্রধান ভবানী প্রাসাদ দৈত্যপতি। ভারতের চার ধামের মধ্যে উড়িষ্যার পুরী ধাম অন্যতম। আর কোথাও জগন্নাথ ধাম হতে পারে না।এটা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে করা হলো। অহংকার করে যদি কিছু করা হয় তা সফল হয় না। আমাকে কেন বলতে হচ্ছে যে আমি সনাতন ! আজ এখানে যারা এসেছেন তারা সনাতন ধর্মের পক্ষে বিজয় পতাকা উড়ানোর জন্য।
No comments