বর্ডারের নজরদারির জন্য সেনাবাহিনীর হাতে নতুন ড্রোন তৈরি পরিকল্পনা? বৈজ্ঞানিক অনির্বাণ দাস!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচকে দাস ইন্ডিয়া ডিফেন্স একাডেমির চারজন ছাত্র অগ্নিবীদের সুযোগ পাওয়ায় তাদের সম্বর্ধনা সভা অ…
বর্ডারের নজরদারির জন্য সেনাবাহিনীর হাতে নতুন ড্রোন তৈরি পরিকল্পনা? বৈজ্ঞানিক অনির্বাণ দাস!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচকে দাস ইন্ডিয়া ডিফেন্স একাডেমির চারজন ছাত্র অগ্নিবীদের সুযোগ পাওয়ায় তাদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। দাস ইন্ডিয়া ডিফেন্স এর পক্ষ থেকে দুই ছাত্রকে সংবর্ধিত করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/4g44TRwKlcY
এছাড়াও বৈজ্ঞানিক অনির্বাণ দাস, তিনি বলেন বর্ডারের নজরদারির জন্য সেনাবাহিনী হতে নতুন ড্রোন তৈরি পরিকল্পনা, মানুষের শরীরের টিসু সিগনেচার নিয়ে কাজ করছে। বর্ডার এলাকায় কে ঢুকছে বা কে বেরোচ্ছে সেই ড্রোনের সাহায্যে চিহ্নিত করা যাবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বৈজ্ঞান অনির্বাণ দাস। ইন্ডিয়া ডিফেন্স আকাডেমি প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী এখন রয়েছেন সম থেকে শুক্রবার দুর্গাচক স্টেডিয়ামে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যে এই একাডেমী থেকে কয়েকজন ছাত্রছাত্রী কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের এ বছর দ্বিতীয় তম বর্ষে অনুষ্ঠান মঞ্চে থেকে বললেন একাডেমির প্রিন্সিপাল দিব্যেন্দু দাস তিনি বলেন আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বহু পথ খালি রয়েছে নতুন প্রজন্ম যদি এগিয়ে আসেন তাহলেই দেশ ও মাতৃকার সেবার সাথে অগ্নিবীরে মর্যাদা পাবেন। একাডেমির প্রিন্সিপাল দিব্যেন্দু দাস আরো বলেন গরিব দুস্থ ছাত্রছাত্রীরা এইখানেই আমাদের ট্রেনিং নেন এবং এই একাডেমির সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন তারাও ছাত্র-ছাত্রীদের ট্রেনিং দিচ্ছেন। এই বর্ষে চারজন ছাত্র অগ্নিবীদের মর্যাদা পেয়েছেন তাদের মধ্যে দুজন উপস্থিত ছিলেন তার মায়েরা অগ্নিবীদের মর্যাদা রোহান ও আকাশ কে মালা পরিয়ে উৎসাহিত করলেন। এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় কোস্টগার্ড প্রতিনিধি সেনা কর্মকর্তা এয়ার ফোর্স এবং শিক্ষক খেলোয়াড় সাংবাদিক প্রমূখ।
No comments