শ্রী শ্রী৺ চন্দনেশ্বর নীলকণ্ঠস্বর জীউর অষ্টম বর্ষের গাজন উৎসব ও চড়ক মেলা!পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড। ডিঃঘাশিপুর নীলকণ্ঠস্বর জীউর অষ্টম বর্ষে গাজন উৎসব চরক মেলা ২৮ শে চৈত্র শুক্রবা…
শ্রী শ্রী৺ চন্দনেশ্বর নীলকণ্ঠস্বর জীউর অষ্টম বর্ষের গাজন উৎসব ও চড়ক মেলা!
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতির শহর হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড। ডিঃঘাশিপুর নীলকণ্ঠস্বর জীউর অষ্টম বর্ষে গাজন উৎসব চরক মেলা ২৮ শে চৈত্র শুক্রবার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর হলদিয়া পৌরসভার আজগর আলী (পল্টু) ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২৯ এ চৈত্র ১২ই এপ্রিল শনিবার সকাল থেকে চলে মহতী ধর্ম সভা সকলের সুখ শান্তি সমৃদ্ধির জন্য হরিনাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা সহযোগিতা করেন বাস খানা হরিসভা ভক্তবৃন্দ। ধর্মসভায় উপস্থিত ছিলেন গৌতম মহারাজ ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানীয় মদন মোহন সেন প্রাথমিক শিক্ষক সুতাহাটা জনকল্যাণ শিক্ষা নিকেতন ছিলেন বিশিষ্ট সমাজসেবী অতনু কুমার দাস তড়িৎ বরন জানা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাত করলেই নীল পূজা শুরু হবে আর সেজন্যই কুকড়াহাটি থেকে গঙ্গা বাড়ি আনোনের জন্য শোভাযাত্রা সহকারে কুকড়াহাটির পথে রওনা দিলেন বহু ভক্তবৃন্দ। জানালেন নীলকণ্ঠস্বর জিউর গাজন উৎসব কমিটির সম্পাদক সভাপতি ও সদস্যবৃন্দ।
No comments