পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় জখম ১
বালি ভর্তি ডাম্পার এর সঙ্গে পিকআপ ভ্যানের এক্সিডেন্টে গুরুতর জখম। সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৈতন্যপুর থেকে কুকড়াহাটি রাস্তার সম্প্রসারণের কা…
পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডাম্পারের ধাক্কায় জখম ১
বালি ভর্তি ডাম্পার এর সঙ্গে পিকআপ ভ্যানের এক্সিডেন্টে গুরুতর জখম। সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৈতন্যপুর থেকে কুকড়াহাটি রাস্তার সম্প্রসারণের কাজ চলছে। ইতিমধ্যে যানজট চৈতন্যপুর বেসরকারি দখল মুক্ত করা হয়েছে । সেই রাস্তার কাজও চলছে আজ মহা অষ্টমী রাত কাটলেই রাম নবমী সেই মুহূর্তে বরদা রেলস্টেশনের কাছাকাছি চৈতন্যপুর থেকে একটি পিকআপ যাচ্ছিল এবং চৈতন্যপুর থেকে কুকড়াহাটি গামী একটি বালি ভর্তি ডাম্পার ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা মারে তৎক্ষণাৎ পিকআপ ভ্যানের আরোহী পড়ে যায় গুরুতর জখম হন। এলাকার মানুষ দেখতে পেয়ে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সূত্রে জানা যায়,ঘাতক ডাম্পারটিকে আটক করেছেন। তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
No comments