Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের দ্বারা পরিচালিত আগমনী ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী৺ বাসন্তী পূজার কুমারী পূজা ও অন্নকুট পুঁজা

মহিলাদের দ্বারা পরিচালিত আগমনী ক্লাবের  উদ্যোগে শ্রী শ্রী৺ বাসন্তী পূজার কুমারী পূজা ও অন্নকুট পুঁজা!
সুতাহাটা ব্লকে চৈতন্যপুর অঞ্চলে গোবিন্দপুর গ্রামে আগমনী ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী৺ বাসন্তী  পূজার অস্টমী পুজার বিশেষ আকর্ষণ কু…

 




মহিলাদের দ্বারা পরিচালিত আগমনী ক্লাবের  উদ্যোগে শ্রী শ্রী৺ বাসন্তী পূজার কুমারী পূজা ও অন্নকুট পুঁজা!


সুতাহাটা ব্লকে চৈতন্যপুর অঞ্চলে গোবিন্দপুর গ্রামে আগমনী ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী৺ বাসন্তী  পূজার অস্টমী পুজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা এবং তার সাথে ১৫৬ টি পদ ও ৫৬ টি  রকমের মিস্টান্ন পিঠে পুলি দিয়ে অন্নকূট পূজা । কুমারী পূজার শেষে কুমারী মাকে নিয়ে গ্রামের সকলের সুখ সমৃদ্ধ বজায় রাখতে গ্রাম পরিক্রমায় করেন আবালবৃদ্ধবনিতা আট থেকে আশি সকলেই।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/5wB_GOffWw8

প্রসঙ্গত, এই পুজোর  উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক, মহারাজ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।পুজো কমিটির সভাপতি মানসী পড়ুয়া এবং সম্পাদিকা আলপনা মাইতি জানালেন এলাকায় শতাধিক গরীব মানুষের হাতে মশারি, চারাগাছ এবং স্কুলের পঠন পাঠন সামগ্রী দেওয়া হয়েছে। পূজা কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি অশোক কুমার মিশ্র জানান পূজাকে কেন্দ্র করে গোবিন্দপুর এলাকা গ্রামবাসীরা সকলেই সহযোগিতা করেছেন। চতুর্থ বছরের এবারের পুজো দুস্থ অসহায় মানুষের পাশে যেমন দাড়ানো হয়েছে। ঠিক তেমনি ভাবে গ্রামের সকলের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য শিব যেমন মা অন্নপূর্ণা পূজা করেছিলেন। আমরাও এলাকার মানুষের সকলের মঙ্গল কামনার জন্য অন্নকূট পূজা এবং কুমারী পূজার আয়োজন করেছি। আগামী দিনে সকলকে একসাথে নিয়ে এই ধরনের পুজো আমরা চালিয়ে যাব।

No comments